রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩০ অপরাহ্ন

বিয়ে করছেন সেলেনা গোমেজ

নিজস্ব প্রতিবেদক / ৫১ বার
প্রকাশ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন। প্রযোজক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা।

জানা যায়, আগামী সেপ্টেম্বর মাসেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কোনো এক বিলাসবহুল স্থানে হবে এই বিয়ের আয়োজন।

জাস্টিন বিবারের সঙ্গে দীর্ঘ ছয় বছরের সম্পর্কের ইতি টানার পর বেশ কিছুদিন একা ছিলেন সেলেনা। ২০১৮ সালে তাদের বিচ্ছেদের পর বিবার দ্রুত হেইলি বল্ডউইনের সঙ্গে বাগদান সারেন। সে সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সেলেনা। নিজের তথ্যচিত্রেও সেলেনা স্বীকার করেছিলেন, সেই বিচ্ছেদ তার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। তবে সময়ের সঙ্গে নিজেকে গুছিয়ে নেন তিনি।

এরপর প্রযোজক বেনি ব্লাঙ্কোর সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয় এবং এক বছর আগে তারা বাগদান সম্পন্ন করেন। এবার সেই সম্পর্কের পরিণতি হিসেবে আসছে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার খবর।

জানা গেছে, সেলেনা ও বেনির বিয়েতে শুধু পরিবারের সদস্যরাই নন, থাকবেন সেলেনার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীরাও। নিমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন—পপতারকা টেইলর সুইফট, আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলস এবং ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’ সিরিজের অন্যান্য অভিনেতারাও।


এ জাতীয় আরো খবর...