রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৯ অপরাহ্ন

সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক / ৩০ বার
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫

সাফ অনূর্ধ্ব ২০ নারী চ্যাম্পিয়নশিপে আজ (শনিবার, ১৯ জুলাই) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বসুন্ধরার কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়। ম্যাচের আগের দিন বরাবরের মতোই রিকভারি সেশন করে কাটিয়েছে আফঈদা খন্দকার-নবীরন খাতুনরা। টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত স্বাগতিকরা, তাই বেশ ফুরফুরে মেজাজেই রয়েছেন তারা।

সবশেষ দুই ম্যাচেই ভুটানের বিপক্ষে কোচ পিটার বাটলার দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন, সফলও হয়েছেন। নিষেধাজ্ঞা থাকায় এই ম্যাচেও থাকবেন না সাগরিকা।

এদিকে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৯-১ গোলে জিতে টুর্নামেন্ট শুরু করে বাংলাদেশ। আরেকবার তাদের বিপক্ষে মাঠে নামার আগে একই ফলাফলের দিকে তাকিয়ে টিম ম্যানেজমেন্ট।


এ জাতীয় আরো খবর...