সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালে, ঐকমত্যের চেষ্টা চলছে: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক / ৩১ বার
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫
আলী রীয়াজ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দীর্ঘ ১৪ বছরের দাবিকে সামনে রেখে চলমান আলোচনা অগ্রগতি দেখাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এবং দ্রুতই একটি জাতীয় ঐকমত্যের দিকে পৌঁছানোর চেষ্টা চলছে।’

আজ (রোববার, ২০ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের ১৫তম দিনের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল। বৈঠকের শুরুতে আলী রীয়াজ বলেন, ‘৩১ জুলাইয়ের মধ্যে আমরা চূড়ান্ত সনদ প্রস্তুত করতে কাজ করছি। ইতোমধ্যে অনেক বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে উঠেছে।’

তিনি আরও জানান, আজকের আলোচনায় মূলত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও প্রধানমন্ত্রী একাধিক পদে থাকতে পারার বিধান নিয়ে আলোচনা হবে। বিএনপি, জামায়াতে ইসলামী এবং আরও দুটি রাজনৈতিক দল কমিশনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার প্রস্তাব দিয়েছে। এসব প্রস্তাবের সঙ্গে কমিশনের সুপারিশ মিলিয়ে চূড়ান্ত কাঠামো তৈরির চেষ্টা চলছে।

কমিশনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়, আজকের বৈঠকেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে। এছাড়া উচ্চকক্ষ-সংক্রান্ত বিষয়ে আগামী দু’তিন দিনের মধ্যে একটি সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান আলী রীয়াজ।


এ জাতীয় আরো খবর...