সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

নেতানিয়াহুকে পাগল বলল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক / ১০১ বার
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫
নেতানিয়াহু
নেতানিয়াহু

সিরিয়াতে হামলার ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। মাকিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তা নেতানিয়াহুকে পাগল বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে তার আচরণকে শিশুদের সঙ্গে তুলনা করেছেন।

হোয়াইট হাউসের একজন কমকর্তার বরাদ দিয়ে এক্সিয়সের প্রতিবেদনে বলা হয়েছে, বিবি (নেতানিয়াহুর ডাকনাম) একজন পাগলের মতো আচরণ করছেন। তিনি সবকিছুতেই সব সময় বোমা ফেলেন। এর ফলে ট্রাম্পের প্রচেষ্টা ব্যহত হতে পারে।

সিরিয়ার সুয়েদা শহরে দ্রুজ সম্প্রদায়কে হত্যার ঘটনায় স্থানীয় সরকারকে অভিযুক্ত করে সিরিয়ার বাহিনীর ওপর গত মঙ্গলবার হামলা চালায় ইসরায়েল। এছাড়া বুধবার রাজধানী দামেস্কে গুরুত্বপূর্ণ ভবনেও হামলা চালানো হয়।

নেতানিয়াহু এবং তার নীতির বিষয়ে মার্কিন প্রশাসনের উদ্বেগ দিন দিন বাড়ছে। তৃতীয় এক কর্মকর্তা বলেন, তিনি এমন শিশুর মতো আচরণ করেন, যে শিশু কোনো শৃঙ্খলা মানতে চায় না।

এই কর্মকর্তাদের হতাশা প্রেসিডেন্ট ট্রাম্পের নিজস্ব অনুভূতির প্রতিফলন কি না, তা স্পষ্ট নয়। তবে ইসরায়েলের আচরণের প্রতি যুক্তরাষ্ট্রের বিরক্তি মনোভাব এবারই প্রথম নয়।

গাজায় একটি গির্জায় ইসরায়েলি ট্যাংকের গোলা আঘাত হানার পর তিনজন নিহত হয়। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় হোয়াইট হাউসের একজন কর্মকর্তা। তিনি বলেন, সেখানে (গাজায়) প্রতিদিনই নতুন কোনো ঘটনা ঘটছে। এটা কী ধরনের পরিস্থিতি? যদিও আইডিএফ এই হামলাকে ভুল বলে জানিয়েছিল।

গাজায় একমাত্র ক্যাথলিক গির্জায় হামলার বিষয়ে ট্রাম্প প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও, তিনি নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এ ঘটনার জন্য নেতানিয়াহুকে বিবৃতি দিয়ে দুঃখপ্রকাশের জন্য বলা হয়। পরে নেতানিয়াহু কিছু সময়ের মধ্যেই একটি বিবৃতির মাধ্যমে দুঃখ প্রকাশ করেন।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, ওই ঘটনার প্রতি ট্রাম্পের প্রতিক্রিয়া ‘কোনোভাবেই ইতিবাচক ছিল না।’


এ জাতীয় আরো খবর...