রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন

রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত পাইলট তৌকির

নিজস্ব প্রতিবেদক / ২৪ বার
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

সোমবার ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহত ৩৫ স্কোয়াড্রনের ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে মঙ্গলবার বিকেলে রাজশাহীর সপুরা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।

এর আগে, ঢাকায় প্রথম নামাজে জানাজার পর তার মরদেহ ঢাকা থেকে রাজশাহীতে আনা হয়। দ্বিতীয় নামাজে জানাজা রাজশাহী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়, যেখানে সেনাবাহিনীর সদস্য, প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তা, তৌকিরের আত্মীয়স্বজন এবং রাজনৈতিক নেতারাসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ যুদ্ধবিমানের সাথে বিমান দুর্ঘটনা ঘটে।

এর আগে, তরুণ পাইলটের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজশাহী শহরে এক শোকাবহ পরিবেশ বিরাজ করে। সকাল থেকেই স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা পাইলটের বাসভবনে সমবেদনা জানাতে ভিড় জমান।

তার বাবা-মা, বোন এবং অন্যান্য আত্মীয়স্বজনসহ তার পরিবারের সদস্যদের বিমানে রাজশাহীতে পাঠানো হয়েছে।

তৌকির তার ক্যাডেট জীবনে পিটি-৬ বিমানে প্রথম ১০০ ঘন্টা উড্ডয়ন প্রশিক্ষণ সম্পন্ন করেন বলে জানা গেছে। পরবর্তীতে তিনি ১৫তম স্কোয়াড্রনে দায়িত্ব পালন করেন, প্রায় ৬০ ঘন্টা উড্ডয়ন সময় ব্যয় করে ৩৫তম স্কোয়াড্রনে যোগদান করেন।

এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাইলট তৌকির এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত শিক্ষার্থীদের স্মরণে কেন্দ্রীয় মসজিদের সামনে গায়েবানা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।


এ জাতীয় আরো খবর...