মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১২:০৯ অপরাহ্ন

বিমান বিধ্বস্ত: সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে বৈঠক শুরু

নিজস্ব প্রতিবেদক / ৩৯ বার
প্রকাশ: বুধবার, ২৩ জুলাই, ২০২৫

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ ও আহতদের চিকিৎসা সহায়তার জন্য সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে বাংলাদেশের চিকিৎসকদের বৈঠক চলছে। আজ (বুধবার, ২৩ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে সিঙ্গাপুর চিকিৎসক দলের নেতৃত্বে রয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট চং সি জ্যাক। বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা আহতদের পর্যবেক্ষণ করবেন এ চিকিৎসক দলের সদস্যরা।

পরবর্তীতে তাদের সিদ্ধান্ত অনুযায়ী আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। এখনও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৪৩ জন ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ১২ জনকে আইসিইতে রাখা হয়েছে।


এ জাতীয় আরো খবর...