সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ পূর্বাহ্ন

ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি হতে দেবে না ইসরাইল: প্রতিরক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ২৭ বার
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

ফিলিস্তিনি রাষ্ট্রকে নিজেদের জন্য হুমকি হিসেবে দেখে ইসরাইল। যার ফলে দেশটি ফিলিস্তিনি রাষ্ট্র তৈরি হতে দেবে না।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ফিলিস্তিনের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এসব মন্তব্য করেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।  খবর সংবাদ সংস্থা তাস’র।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরাইল কাটজ লেখেন, ‘আমরা এমন একটি ফিলিস্তিনি সত্তা তৈরি হতে দেব না যা আমাদের নিরাপত্তার ক্ষতি করে, আমাদের অস্তিত্ব ও ঝুঁকির মুখে ফেলে এবং ইসরাইলি ভূমিতে আমাদের ঐতিহাসিক অধিকার লঙ্ঘন করে। এই গুরুতর হুমকি প্রতিরোধে আমরা সকলেই ঐক্যবদ্ধ।’

তিনি ম্যাক্রোঁর এই সিদ্ধান্তকে ‘সন্ত্রাসবাদের কাছে লজ্জাজনক আত্মসমর্পণ সেইসঙ্গে খুনি ও ধর্ষক হামাসকে সমর্থন ও পুরষ্কৃত করা’ অভিহিত করে তীব্র নিন্দা করেছেন।

এর আগে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রেসিডেন্ট ম্যাক্রোঁর ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন।  এবং এই সিদ্ধান্তকে ‘এমন একটি পদক্ষেপ যা  সন্ত্রাসকে পুরস্কৃত করে এবং আরেকটি ইরানি প্রক্সি তৈরির ঝুঁকি’ বলে অভিহত করেছেন।

বুধবার (২৪ জুলাই) রাতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, প্যারিস জাতিসংঘের সাধারণ পরিষদের সেপ্টেম্বরের অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।


এ জাতীয় আরো খবর...