রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৬ অপরাহ্ন

৩১তম জাতীয় বক্সিংয়ে খেলবেন যুক্তরাষ্ট্র প্রবাসী জিনাত

নিজস্ব প্রতিবেদক / ২৮ বার
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫

প্রবাসী ফুটবলাররা একে একে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে মাঠ মাতচ্ছেন। জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী ও সামিত সোমরা খেলায় বাংলাদেশের ফুটবলের মান অনেক বৃদ্ধি পেয়েছে। তারই ধারাবাহিকতায় বস্কিং ফেডারশেনও এবার প্রবাসী বক্সিং খেলেয়াড়ের দিকে হাত বাড়িয়েছে।

৩১তম জাতীয় সিনিয়র পুরুষ ও ৭ম জাতীয় মহিলা বক্সিং প্রতিযোগিতায় অংশ গ্রহন করবেন যুক্তরাষ্ট্র প্রবাসী নারী বক্সার জিনাত ফেরদৌস। যদিও এরআগে ২০২৩ সালে হাংজু এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন জিনাত ফেরদৌস। আমেরিকান প্রবাসী এই বক্সার এবার প্রথমবারের মতো জাতীয় বক্সিংয়েও অংশ নিচ্ছেন।

আগামীকাল রোববার (২৭ জুলাই) শুরু হচ্ছে ৩১তম জাতীয় সিনিয়র পুরুষ ও ৭ম জাতীয় মহিলা বক্সিং প্রতিযোগিতা। সেখানে খেলবেন এই প্রবাসী বক্সার। বাংলাদেশি বংশোদ্ভুত জিনাত যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন। দুই বছর আগের এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে সুবিধা করতে পারেননি।

জাতীয় বক্সিংয়ে জিনাতের অংশগ্রহণ প্রসঙ্গে ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস বলেন, ‘জিনাত গুডউইল ক্লাবের পক্ষ থেকে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ৫২ কেজি ওজন শ্রেণিতে খেলবেন তিনি। বাংলাদেশে এটি তার প্রথম অংশগ্রহণ হবে। সাম্প্রতিক সময়ে তার আন্তর্জাতিক সাফল্যের জন্য ৩০ জুলাই প্রতিযোগিতার সমাপনী দিন তাকে সম্মাননা জানানো হবে।’


এ জাতীয় আরো খবর...