শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক / ৪৬ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার বিলুপ্তির পথে এমন শঙ্কা থেকে বাঘের জন্য বসবাস উপযোগী একটি পরিবেশ সৃষ্টি করা হয়েছে। আর এতে খুব ভালো কাজ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ধারাবাহিকভাবে বাঘের সংখ্যা বাড়ছে।  ১০ লাখের বেশি বাঘের ছবি আর ভিডিও বিশ্লেষণ করে বলা হচ্ছে, এখন সুন্দরবনে বাঘ রয়েছে ১২৫টি।

মঙ্গলবার (২৯ জুলাই) বিশ্ব বাঘ দিবস। বাঘ সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং বাঘ রক্ষায় নীতিনির্ধারক, বিজ্ঞানী, স্থানীয় জনগোষ্ঠী ও পরিবেশকর্মীদের মধ্যে সমন্বিত প্রচেষ্টা জোরদার করতে ২০১০ সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত টাইগার সামিটে এ দিবস পালনের সিদ্ধান্ত হয়।

বিশ্বের অন্য দেশগুলোর মতো বাংলাদেশও দিবসটি পালন করে। প্রতি বছরের মতো এবারও বাঘ দিবস পালন করছে বাংলাদেশ। ‘বাঘের সংখ্যা বৃদ্ধি, সুন্দরবনের সমৃদ্ধি’ এই এবারের প্রতিপাদ্যে নানা কর্মসূচিতে দিবসটি উদযাপন করা হবে।

বন অধিদফতর সূত্র জানায়, বাংলাদেশের সুন্দরবনে বাঘের সংখ্যা গত কয়েক বছরে বৃদ্ধি পেয়েছে। ২০২৪ সালের সর্বশেষ বাঘ জরিপে সুন্দরবনে বাঘের সংখ্যা ১২৫টি পাওয়া গেছে, যা ২০১৮ সালের তুলনায় ৯ দশমিক ৬৫ শতাংশ এবং ২০১৫ সালের তুলনায় ১৭ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই জরিপে প্রতি ১০০ বর্গ কিলোমিটারে বাঘের ঘনত্ব ২ দশমিক ৬৪ পাওয়া গেছে; যা বাঘের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশের ইঙ্গিত বহন করে। জরিপটি ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত পরিচালিত হয়। সেখানে ৬০৫টি গ্রিডে ১ হাজার ২১০টি ক্যামেরা বসিয়ে ৩১৮ দিন ধরে তথ্য সংগ্রহ করা হয়।


এ জাতীয় আরো খবর...