শেষ হলো চার দিনব্যাপী ‘ষষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন ২০২৫’। ফাইনাল খেলায় কুয়েতের বাদর আলমাগাবিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন ইরানের সেপার এতেমাদপুর।
শ্রেষ্ঠ বাংলাদেশি পুরুষ খেলোয়াড় হন বাংলাদেশ সেনাবাহিনীর কর্পোরাল শাহাদাৎ হোসেন। শ্রেষ্ঠ বাংলাদেশি নারী খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের মার্জান মনিকা।
এতে অংশ নেয় বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, মালয়েশিয়া, কুয়েত ও ইরানসহ ছয়টি দেশ। ৪ দিনব্যাপী এই প্রতিযোগিতা ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্স, আর্মি অফিসার্স মেস ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের স্কোয়াশ কোর্টে অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বাংলাদেশের ক্রীড়াঙ্গণকে আরও ভালো পর্যায়ে দেখতে চান সেনাপ্রধান।