শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন

শুক্রবারের বিশেষ আমল

নিজস্ব প্রতিবেদক / ৮৯ বার
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

শুক্রবার ইসলামে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত। এই দিনটির ফজিলত ও মর্যাদা কুরআন এবং হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ (সা.) বলেন, “জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ এবং তা আল্লাহর নিকট অধিক সম্মানিত” (ইবনে মাজাহ, হাদিস: ১০৮৪)। একইভাবে, তিনি আরও বলেন, “সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। এই দিনে আদম (আ.)-কে সৃষ্টি করা হয়েছে, তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে” (মুসলিম, হাদিস: ৮৫৪)।

শুক্রবারের বিশেষ আমল
শুক্রবারের বিশেষ কিছু আমল ইসলামে সুন্নত হিসেবে বর্ণিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য চারটি আমল হলো:

১. গোসল করা
২. উত্তম পোশাক পরিধান করা
৩. সুগন্ধি ব্যবহার করা
৪. মনোযোগ দিয়ে খুতবা শোনা

রাসূলুল্লাহ (সা.) বলেন, “যে ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম পোশাক পরিধান করবে, সুগন্ধি ব্যবহার করবে, তারপর মসজিদে গিয়ে সালাত আদায় করবে, খুতবা শোনা অবস্থায় চুপ থাকবে, তার পূর্ববর্তী জুমার দিন থেকে পরবর্তী জুমা পর্যন্ত সকল সগিরা গুনাহ মাফ হয়ে যাবে” (আবু দাউদ, হাদিস: ৩৪৩)।

মসজিদে আগেভাগে যাওয়া
জুমার দিনে মসজিদে আগেভাগে যাওয়া একটি গুরুত্বপূর্ণ আমল। কুরআনে আল্লাহ বলেন, “হে মুমিনগণ! যখন জুমার দিনের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও” (সুরা জুমা, আয়াত: ০৯)। এছাড়া হাদিসে বর্ণিত, “জুমার দিন মসজিদের দরজায় ফেরেশতারা বসে থাকেন এবং আগতদের নাম লিখে রাখেন।” (বুখারি, হাদিস: ৯২৯)

সুরা কাহফ তিলওয়াত
এই দিনে সুরা কাহফ পাঠ করা খুবই ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ (সা.) বলেন, “যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহফ পড়বে, তার জন্য দুই জুমা পর্যন্ত নূর উজ্জ্বল করা হবে” (আমালুল ইয়াওমী ওয়াল লাইল, হাদিস: ৯৫২)।

দরুদ পাঠ
শুক্রবারে নবীজির উপর বেশি বেশি দরুদ পাঠ করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রাসূল (সা.) বলেন, “শুক্রবারে বেশি বেশি আমার ওপর দরুদ পাঠ করো, কারণ তোমাদের পাঠানো দরুদ আমি জানি এবং তা আমার সামনে উপস্থাপন করা হয়” (আবু দাউদ, হাদিস: ১০৪৭)।

দোয়া করা
শুক্রবারের এক বিশেষ সময় রয়েছে যখন আল্লাহ তায়ালা বান্দার দোয়া কবুল করেন। জাবের ইবনে আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত, “শুক্রবারের মধ্যে একটি বিশেষ মুহূর্ত রয়েছে যখন আল্লাহ বান্দার দোয়া গ্রহণ করেন” (আবু দাউদ, হাদিস: ১০৪৮)।

এই বিশেষ দিনটি মুসলিমদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং তাদের জন্য এসব আমল পালন করে আল্লাহর নিকট ফজিলত অর্জনের সুযোগ প্রদান করে।


এ জাতীয় আরো খবর...