শিরোনামঃ
পেনশন না পেলে মরদেহ না নেওয়ার ঘোষণা নিহতদের পরিবারের চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ফরিদপুরে যান চলাচল স্বাভাবিক, মহাসড়কের প্রহরায় আনসার-পুলিশ খুনি হাসিনার এমন বিচার হবে, পৃথিবীর সব স্ট্যান্ডার্ড আইন তা মেনে নেবে: সারজিস আলম ইসরায়েলের বিপরীতে ইসলামি দেশগুলোর সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের আল-আকসার ‘ওয়েস্টার্ন ওয়াল’ পরিদর্শনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও নেতানিয়াহু কাতারে হামলা: গাজায় যুদ্ধবিরতিতে ইসরায়েলের স্বদিচ্ছা নিয়ে প্রশ্ন আজকের মুদ্রা বিনিময় হার (১৫ সেপ্টেম্বর) বেসামরিক নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ভেনেজুয়েলা যশোরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

আ. লীগের গোপন বৈঠকের পরিকল্পনা তদন্ত শেষে বলা যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক / ৩৮ বার
প্রকাশ: শনিবার, ২ আগস্ট, ২০২৫

আগামী ৫ আগস্ট ঘিরে কোনও ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের গোপন বৈঠকের মাধ্যমে কী কী পরিকল্পনা নিয়েছে, সেটা তদন্ত শেষে বলা যাবে। শনিবার (২ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো রয়েছে। সাংবাদিকরা সত্য সংবাদ তুলে ধরলে এবং সহযোগিতা করলে আরও ভালো হবে।

আওয়ামী লীগের গোপন বৈঠকে একটি নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা জড়িত থাকার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপরাধী যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা গত বছর জুলাইয়ের আন্দোলনে শহীদ হয়েছিলেন তাদের গণকবর পরিদর্শন করেন রায়েরবাজার কবরস্থানে গিয়ে। সেখানে তিনি কবর জিয়ারত করেন এবং সাংবাদিকদের বলেন, এই গণকবরে থাকা অনেক শহীদকে শনাক্ত করা সম্ভব হয়নি। এতো দিন তাদের অনেক স্বজন কবর থেকে লাশ উত্তোলন করা হোক এটা চাননি। এখন কেউ চাইলে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্তের চেষ্টা করা হবে। কেউ যদি এখান থেকে লাশ নিতে চায় সে ক্ষেত্রে সহযোগিতা করা হবে। এই গণকবরে ১১৪ জনের লাশ থাকার বিষয়ে জানা গেছে।

উল্লেখ, সম্প্রতি মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে এলাকাবাসী মিছিল-মিটিং করে এর উন্নতি দাবি করেন। মাদক ব্যবসাসহ বিভিন্ন অবৈধ ব্যবসা দখলে আধিপত্য বিস্তার ও কিশোর গ্যাংয়ের উৎপাতে এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে।


এ জাতীয় আরো খবর...