রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮ অপরাহ্ন

মেসির ইনজুরির সবশেষ অবস্থা জানালেন মায়ামি কোচ

নিজস্ব প্রতিবেদক / ২০ বার
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

ইন্টার মায়ামিতে যোগ দেয়ার পর থেকেই ইনজুরির সঙ্গে লড়াই করছেন লিওনেল মেসি। বারবার ছোট-বড় চোট তার মাঠের উপস্থিতি সীমিত করে দিচ্ছে। সর্বশেষ লিগস কাপের ম্যাচেও ইনজুরি বাধা হয়ে দাঁড়ায় আর্জেন্টাইন তারকার জন্য। রোববার (৩ আগস্ট) লিগস কাপের ম্যাচে ক্লাব নেকাক্সার বিপক্ষে খেলতে নেমে ম্যাচ শুরুর মাত্র ১১ মিনিটের মাথায় মাঠ ছাড়তে বাধ্য হন মেসি। ম্যাচটি অনুষ্ঠিত হয় চেজ স্টেডিয়ামে।

বল নিয়ে প্রতিপক্ষ বক্সে ঢোকার সময় রাউল সানচেজ ও আলেক্সিস পেনার সঙ্গে সংঘর্ষ হয় তার। মাটিতে পড়ে গিয়ে যন্ত্রণায় কাতরাতে দেখা যায় মেসিকে। উঠে দাঁড়িয়ে কয়েক মিনিট হাঁটার চেষ্টা করলেও অস্বস্তি কাটাতে না পেরে চিকিৎসকের পরামর্শে মাঠ ছাড়েন তিনি।

মেসির বদলি হিসেবে মাঠে নামেন তরুণ মিডফিল্ডার ফেদেরিকো রেডন্ডো। ম্যাচের প্রথমার্ধ ১-১ গোলে সমতায় শেষ হয়। ১২ মিনিটে তেলাসকো সেগোভিয়া গোল করে মায়ামিকে এগিয়ে নিলেও ১৭ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো ফ্যালকন লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় দলটি। এরপর ৩৩ মিনিটে নেকাক্সার টমাস বাদালনি সমতা ফেরান।

এ বছর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ছিল মেসির ৩০তম ম্যাচ। এমএলএসে এখন পর্যন্ত তার ঝুলিতে রয়েছে ১৮ গোল ও ৯টি অ্যাসিস্ট।

ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো বলেন, তিনি হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেছেন, তবে এটি কতটা গুরুতর তা আগামীকাল জানব। সম্ভবত কিছু সমস্যা আছে, তবে খুব বড় কিছু নয় কারণ সেভাবে ব্যথা ছিল না। তবে অস্বস্তি ছিল।

ইন্টার মায়ামি লিগস কাপে পরবর্তী ম্যাচ খেলবে মেক্সিকোর আরেক ক্লাব পুমাসের বিপক্ষে, আগামী বৃহস্পতিবার।


এ জাতীয় আরো খবর...