রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ অপরাহ্ন

বাঘাইছড়িতে পাহাড় ধসে সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ

নিজস্ব প্রতিবেদক / ৩৭ বার
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫

রাঙামাটির বাঘাইছড়িতে টানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধসে সড়কে মাটি জমে যাওয়ায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে। আজ রবিবার (৩ আগস্ট) সকাল থেকে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের একটি এলাকায় পাহাড় ধসে পড়ায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়। এতে ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খাগড়াছড়ি সড়ক জনপদ বিভাগের কর্মকর্তা প্রিয়দর্শী চাকমা জানান, আমরা সংবাদ পেয়েছি। মাটি সরাতে ঘটনাস্থলে জনবল ও পেলোডার পাঠানো হয়েছে। টোবে মাটি সরাতে কিছুটা সময় লাগবে।

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, “খাগড়াছড়ি-বাঘাইছড়ি সড়কের একটি স্থানে পাহাড় ধসে পড়েছে। মাটি সরানোর কাজ চলছে। জেলার অন্যান্য সড়কগুলো স্বাভাবিক রয়েছে।”

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, ‘‘সড়কে পড়ে থাকা মাটি সরাতে সেনাবাহিনীর পাশাপাশি একাধিক সংস্থা কাজ করছে। ঘণ্টাখানেকের মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।”


এ জাতীয় আরো খবর...