সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন

ইসিকে সংশোধনের সুযোগ দিচ্ছে এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক / ২১ বার
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
নাসীরুদ্দীন পাটওয়ারী

বিগত বেশ কয়েকটি নির্বাচনে ভোট ডাকাতির সঙ্গে জড়িত ইসি কর্মকর্তারা এখনো কমিশনে বহাল থাকায় শঙ্কা এনসিপির। আর এসব নিয়ে ইসিকে সংশোধন হতে সুযোগ দিচ্ছে এনসিপি বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ দুপুরে নির্বাচন ভবনে দলের প্রতিনিধি দল নিবন্ধন আবেদনের শেষ দিনে প্রয়োজনীয় নথিপত্র জমা দেয়। শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘দল নিবন্ধন আবেদনে প্রয়োজনীয় নথিপত্র জমা সম্পন্ন করেছে এনসিপি। দলটিকে নিবন্ধন দিতে ইসি পরবর্তী ধাপে এগোবে বলে আশাবাদী।’

এসময় ইসি মেরুদণ্ডহীনের ভূমিকায় উল্লেখ করে তিনি বলেন, ‘কমিশন তার কাজের মধ্যে দিয়ে দলের ঊর্ধ্বে এসে ভোট আয়োজন করবে, এমনটাই প্রত্যাশা করে।’


এ জাতীয় আরো খবর...