ভারতের টেলিভিশন ইন্ডাস্ট্রির আলোচিত অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডের পরিবারে উদ্বেগের ছায়া নেমেছে। বাড়ির গৃহপরিচারিকার মেয়ে এবং তার এক বান্ধবী হঠাৎ করেই নিখোঁজ হয়েছেন। এ কারণে থানায় পুলিশের দ্বারস্থ হতে হয়েছে অঙ্কিতাকে। গত ৩১ জুলাই সকাল ১০টা থেকে দুই কিশোরী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। এ ঘটনায় নিকটস্থ থানায় এফআইআর দায়ের করেছেন অভিনেত্রী অঙ্কিতা। আর ঘটনা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত তুলে ধরেছেন তিনি। সেখানে নিখোঁজ দুই কিশোরীর ছবিও প্রকাশ করেছেন।
এ ঘটনায় গত ২ আগস্ট ইনস্টাগ্রামে এক পোস্টে অঙ্কিতা লিখেছেন, ‘আমাদের গৃহকর্মী কান্তার মেয়ে সালোনি এবং তার মেয়ের বন্ধু নেহা গত ৩১ জুলাই, সকাল ১০টা থেকে নিখোঁজ। তাদের শেষ দেখা গিয়েছিল মুম্বাইয়ের ভাকোলা এলাকার কাছে।’
তিনি লিখেছেন, ‘এ ঘটনায় এরইমধ্যেই মালভানি থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। কিন্তু নিখোঁজদের অবস্থান সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।’
নিখোঁজ দুই কিশোরীকে নিজ পরিবারের সদস্য বলে মনে করেন অভিনেত্রী অঙ্কিতা। এ জন্য দুই কিশোরীকে খুঁজে পেতে লিখেছেন, ‘তারা কেবল আমাদের বাড়ির অংশ নয়, আমাদের পরিবারের অংশ। আমরা গভীরভাবে উদ্বিগ্ন এবং সবাইকে অনুরোধ করছি এই খবর ছড়িয়ে দিতে এবং তাদের নিরাপদে ফিরিয়ে আনতে।’
এছাড়া এ ঘটনায় অভিনেত্রীর স্বামী ভিকি জৈনও সোশ্যাল মিডিয়ায় একই আহ্বান জানিয়েছেন। তারা দু’জনই চাচ্ছেন, যত দ্রুত সম্ভব দুই কিশোরীকে নিরাপদে যেন ফিরে পান তারা।