শিরোনামঃ
জনতার মঞ্চ নিয়ে ‘বাতিল’ মামলা ফের চালু হচ্ছে: দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা এশিয়ায় ঘুরছে জেনজির শনি: রিন্টু আনোয়ার কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের দাফন কুষ্টিয়ায় গাজায় নিহত আরও ৪৯, গুঁড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ আশ্রয়কেন্দ্র ভবন থেকে পড়ে চীনা অভিনেতার মৃত্যু সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

দক্ষিণ কোরিয়ান অভিনেতা সঙ ইয়ং-কিউর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ৩০ বার
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
সঙ ইয়ং-কিউ
সঙ ইয়ং-কিউ

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় অভিনেতা সঙ ইয়ং-কিউ মারা গেছেন। সিওলের দক্ষিণে ইয়ংইন শহরের চিওইন-গু এলাকায় একটি পার্ক করা গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

পুলিশ জানায়, একজন পথচারী গাড়ির ভেতর সঙ ইয়ং-কিউকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে কোনো আত্মহত্যার চিরকুট বা হত্যার আলামত পাওয়া যায়নি।

জানা গেছে, মৃত্যুর দুই সপ্তাহ আগে সঙ ইয়ং-কিউ মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে ড্রাইভিং লাইসেন্স হারান। ওই ঘটনার পর তাকে গ্রেপ্তার না করে কেবল প্রসিকিউশনের (আইনপ্রয়োগকারী সংস্থা) কাছে হস্তান্তর করা হয়। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং একাধিক নাটক ও অভিনয় প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নেন। শেক্সপিয়ারের বিখ্যাত নাটক ‘শেক্সপিয়ার ইন লাভ’ থেকেও তিনি সরে দাঁড়ান।

জানা যায়, ওই ঘটনার পর সামাজিক মাধ্যমে অভিনেতার বিরুদ্ধে অনেক নেতিবাচক মন্তব্য ছড়িয়ে পড়ে। এই সমালোচনা ও চাপ তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল বলে ধারণা করা হচ্ছে।

অভিনয় জীবনে সঙ ইয়ং-কিউ ছিলেন মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশনের পরিচিত মুখ। ১৯৯৪ সালে শিশুদের জন্য নির্মিত মিউজিক্যাল ‘জাদুকর মুরেউল’ দিয়ে মঞ্চনাটকে তার যাত্রা শুরু হয়। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত আন্তর্জাতিকভাবে আলোচিত সিনেমা ‘এক্সট্রিম জব’-এ ‘চিফ চোই’ চরিত্রে তার অভিনয় দর্শকদের মাঝে প্রশংসিত হয়।

সঙ ইয়ং-কিউয়ের আকস্মিক মৃত্যু দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া ফেলেছে। পুলিশ মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে।


এ জাতীয় আরো খবর...