শিরোনামঃ
জনতার মঞ্চ নিয়ে ‘বাতিল’ মামলা ফের চালু হচ্ছে: দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা এশিয়ায় ঘুরছে জেনজির শনি: রিন্টু আনোয়ার কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের দাফন কুষ্টিয়ায় গাজায় নিহত আরও ৪৯, গুঁড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ আশ্রয়কেন্দ্র ভবন থেকে পড়ে চীনা অভিনেতার মৃত্যু সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৮ অপরাহ্ন

এবার মেয়ের সঙ্গে দেখা গেল ঐশ্বরিয়া-অভিষেককে

নিজস্ব প্রতিবেদক / ৮৩ বার
প্রকাশ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

মাঝে বেশ কিছুদিন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের গুঞ্জনে ভারী ছিল বলিউড। একাধিক অনুষ্ঠানে একসময় একসঙ্গে দেখা যায়নি তাদের। শুধুমাত্র ঐশ্বরিয়াকে মেয়ে আরাধ্যার সঙ্গে দেখা গিয়েছিল।

সংসার জীবনের টানাপোড়েনের মাঝে চলতি বছরের বিবাহবার্ষিকীর মিষ্টি পোস্ট করেন ঐশ্বরিয়া। মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে অভিষেকের সঙ্গে যোগদানও করতে দেখা গেছে তাকে। সেইসঙ্গে কান চলচ্চিত্র উৎসবে মাথা ভর্তি সিঁদুর নিয়ে উপস্থিত হয়ে সাবেক এ বিশ্বসুন্দরী বিচ্ছেদের গুঞ্জনে জল ঢেলে দিয়েছেন।

অনেক রসালো খবর প্রচার হলেও এ নিয়ে নিশ্চুপ ছিলেন অভিষেক। তবে গণমাধ্যমে সাক্ষাৎকারে অভিষেক বলেছিলেন, লোকে যা বলে, তাতে আমার কিছু যায় আসে না। যারা নেতিবাচক কথা ছড়ান তারাই উত্তর দেবেন। আমি নই। কারণ, আমার এই কথায় কিছু যায় আসে না।

অভিষেকের কথার প্রতিফলন এবার দেখা মিলল। সম্প্রতি বিমানবন্দরে মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে দেখা গেল তারকা দম্পতিকে। এসময় মা-মেয়ে জুটি তাদের যুগলবন্দি লুক দিয়ে সবার নজর কাড়েন। এসময় স্ত্রী ও মেয়ে গাড়িতে ওঠা পর্যন্ত দরজা খুলে দাঁড়িয়ে ছিলেন অভিষেক। এই ভিডিও সামাজিকমাধ্যমে বেশ ভাইরাল।

ভিডিওতে দেখা গেল, ঐশ্বরিয়ার পরনে ছিল কালো স্কার্ফের সঙ্গে কালো সোয়েট শার্ট, সঙ্গে নীল ডেনিম আর মাথায় টুপি। মেয়ে আরাধ্যাকেও মায়ের সঙ্গে যুগলবন্দির পোশাকে দেখা গেছে।

এইদিন অভিষেকও নিজের লুক দিয়ে সবার নজর কেড়েন। ক্যাজুয়াল পোশাকে দেখা গেল অভিষেকে। তিনি একটি নীল সোয়েট শার্টের সঙ্গে একটি অফ-হোয়াইট জ্যাকেট পরেছিলেন। এর সাথে, তিনি কালো রঙের ট্রাউজার্স এবং স্নিকারের সঙ্গে তাকে দারুণ দেখতে লাগছিল।

বিমানবন্দরে অভিষেককে কর্মীদের সঙ্গে করমর্দন করতে দেখা যায়। তার এই ব্যবহার খুব পছন্দ করেন নেটিজেনরা। তবে তারা কোথায় গিয়েছিলেন বা কোথা থেকে ফিরছিলেন, সেটা এখনও জানা যায়নি।


এ জাতীয় আরো খবর...