গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ায় মধুমতি নদীর বাঁধে দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরইমধ্যে পাড়ের কিছু অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে আতঙ্ক দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে। ভাটিয়াপাড়া বাজারের ব্যবসায়ীরা দোকান-পাট ও মালামাল অন্যত্র সরিয়ে নিচ্ছেন। ভাঙনকবলিত এলাকায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ ঘটনার পর ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাটিয়াপাড়া বাজারের মধুমতি নদী ভাঙ্গন এলাকায় জিও ব্যাগ ফেলে নেয়া হয়েছে প্রতিরক্ষামূলক ব্যবস্থা। তবে বরাদ্দ পেলে স্থায়ী বাঁধ নির্মানের উদ্যোগ গ্রহন করা হবে।
জেলার কাশিয়ানী উপজেলার অন্যতম বাজার ভাটিয়াপাড়া বাজার। এ বাজারটি গড়ে উঠেছে মধুমতি নদীর কোল ঘেষে। এ বাজারটি নদীবন্দর হিসাবে ব্যবহার হবার পাশাপশি রয়েছে রেল স্টেশন। শুক্রবার (৮ আগস্ট) রাতে হঠাৎ করে মধুমতি নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এরইমধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে বাঁধের প্রায় ১০০ মিটার এলাকা। পানির স্রোতে ভেসে গেছে নদী শাসনের জিও ব্যাগ ও ব্লক।
একসময় মধুমতি নদী ও ভাটিয়াপাড়া বাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছিল উত্তর বঙ্গের সাথে রেল যোগাযোগ। এখান থেকে রাজবাড়ি-গোয়ালন্দ ঘাট এবং উত্তর বঙ্গের পার্বতিপুর রেল যোগাযোগ চালু ছিল। নদীপথে খুলনা পর্যন্ত লঞ্চ ও নৌ যোগাযোগ চালু ছিল। সেই সময়কার উন্নত যোগাযোগের কারণে এখানে চারটি খাদ্য গুদাম গড়ে ওঠে। সেই সাথে ব্যাবসায়ীদের নিজস্ব শতাধিক গুদাম রয়েছে। পাশাপাশি গড়ে উঠেছে ছোট বড় এক হাজারেরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ, তহসিল অফিস ইত্যাদি।