মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন

সত্যিই কি বিয়ে করতে চলেছেন রোনালদো

নিজস্ব প্রতিবেদক / ১৩৯ বার
প্রকাশ: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজের দীর্ঘদিনের সম্পর্ক এবার পরিণয়ের পথে হাঁটতে চলেছে বলেই ধারণা করছেন ভক্তরা।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে নতুন করে সেই গুঞ্জনে ইন্ধন জোগান জর্জিনা। ছবিতে দেখা যায়, রোনালদোর হাতের ওপর রাখা জর্জিনার হাত, আর তার অনামিকায় একটি হীরে বসানো আংটি। ছবির ক্যাপশনে জর্জিনা লেখেন, হ্যাঁ, আমিও রাজি। আমার পরবর্তী জীবনের জন্য।

এই পোস্টের পরই শুরু হয় জল্পনা— তবে কি অবশেষে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন রোনালদো ও জর্জিনা? যদিও এ নিয়ে তারা সরাসরি কোনো মন্তব্য করেননি। এদিকে, জুয়েলারি বিশেষজ্ঞদের মতে, আংটির ওজন প্রায় ১০-১৫ ক্যারেট এবং এর মূল্য এক মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি। হীরার ঝলক আর আভিজাত্য নজর কাড়ছে নেটিজেনদের।

রোনালদো এর আগে একাধিকবার ইঙ্গিত দিয়েছিলেন বিয়ের বিষয়ে। বিশেষ করে জর্জিনার জীবনভিত্তিক নেটফ্লিক্স ডকুমেন্টারি ‘আই অ্যাম জর্জিনা’-তে রোনালদো বলেছিলেন, যখন সেই সঠিক মুহূর্তটা আসবে, তখনই হবে। ধারণা করা হচ্ছে, সেই মুহূর্ত এবার এসে গেছে।

উল্লেখ্য, ২০১৬ সালে মাদ্রিদের একটি বিলাসবহুল বুটিক স্টোরে প্রথমবারের মতো দেখা হয় রোনালদো ও জর্জিনার। সেই সময় সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন জর্জিনা। সেখান থেকেই শুরু হওয়া সম্পর্ক এখন ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত প্রেমকাহিনিতে রূপ নিয়েছে। এই দম্পতির দুটি সন্তানও রয়েছে।


এ জাতীয় আরো খবর...