গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকচাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত পাঁচজন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের মৌসুমী তেলের পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকসেদ আলী ও রুপালি বেগম দম্পতির ১৯ দিন বয়সী ছেলে পরাগ, গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের জাঙ্গালপাড়া গ্রামের মৃত সিরাজ মণ্ডলের ছেলে ও পেয়ারাপুর দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার জাহিদুল ইসলাম জাহিদ (৫৫) এবং একই উপজেলার আজাহার ইউনিয়নের মৃত ওসমান গনির ছেলে নূরনবী মহুরি (৫০)।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, যাত্রীবাহী একটি ইজিবাইক গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। মৌসুমী তেলের পাম্পের সামনে পৌঁছালে একই দিকে যাওয়া একটি ট্রাক পেছন থেকে ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকটি দুমড়ে মুচড়ে গিয়ে শিশুসহ তিনজন নিহত হন এবং চালকসহ অন্তত পাঁচজন আহত হন।
তিনি আরও জানান, স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত শিশু পরাগের মা গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন।
ওসি বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।