সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পূর্বাহ্ন

কঙ্গোতে কারাগার থেকে পালাল প্রায় ৫০ বন্দি

নিজস্ব প্রতিবেদক / ৮৭ বার
প্রকাশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) প্রায় ৫০ জন বন্দি কারাগার থেকে পালিয়ে গেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্থানীয় সোমবার রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় একটি সুধি সমাজ সংগঠনের সমন্বয়ক আর্সেন কাসিয়ামা এএফপিকে বলেন, ‘ইদিওফা কেন্দ্রীয় কারাগারে আটক ১০৪ জনের মধ্যে ৪৭ জন পালিয়েছে।

রাজধানী কিনশাসা থেকে প্রায় ৬০০ কিলোমিটার পূর্বে অবস্থিত ইদিওফা কারাগারটি ১৯৩৭ সালে বেলজিয়ান শাসনামলে নির্মিত হয়। এএফপি বলছে, দেশটিতে কারাগার থেকে বন্দি পালানো অস্বাভাবিক নয়। অধিকাংশ কারাগারই দেশটির বেলজিয়ান ঔপনিবেশিক আমলে নির্মিত এবং বর্তমানে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত বন্দি রেখেছে।

আর্সেন কাসিয়ামা আরো জানান, পালিয়ে যাওয়া বন্দিরা কারাগারের টিকে থাকা দুটি সেলের একটির ভেতরে ছিল এবং তারা ‘শ্বাসরুদ্ধ অবস্থায় দেয়াল ভেঙে পালিয়ে যায়’।


এ জাতীয় আরো খবর...