জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী মাসে আমেরিকা যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা রয়েছে তাঁর। কয়েকটি সূত্রের কথা উল্লেখ করে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের করা প্রতিবেদনের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সূত্রের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, সেখানে ট্রাম্প ছাড়াও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিসহ অন্য বিশ্বনেতাদের সঙ্গেও বৈঠক হতে পারে মোদির। তবে নিঃসন্দেহে অন্য বৈঠকগুলোর চেয়ে এই মুহূর্তে ট্রাম্পের সঙ্গে বৈঠকই সবচেয়ে বেশি আগ্রহ তৈরি করবে। এর আগে চলতি বছরের শুরুতে আমেরিকা সফরে গিয়েছিলেন মোদি। সেই সময় ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হয়েছিল।
প্রেসিডেন্ট হিসেবে প্রথম দফায় মোদির সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব দেখেছিল গোটা বিশ্ব। কিন্তু মসনদে প্রত্যাবর্তনের পর এবার যেন বড় বেশি খামখেয়ালি ট্রাম্প, যার প্রভাব পড়েছে মোদির সঙ্গে তাঁর সম্পর্কেও। যদিও সম্প্রতিও তাঁকে বারবার মোদিকে ‘বন্ধু’ সম্বোধন করেছেন।
কিন্তু যেভাবে শুল্ক চাপানো হয়েছে নয়াদিল্লির ওপর, তাতে বন্ধুত্বের লক্ষণ যে দৃশ্যমান হয়নি–তা বলাই যায়। এমতাবস্থায় সামনাসামনি তাঁদের মধ্যে কী কথা হয়–সেদিকেও সকলের চোখ থাকবে। তবে তার আগে ১৫ আগস্ট পুতিন-ট্রাম্প বৈঠকের দিকেও নজর থাকবে ভারতের।