সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন

১৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের ছক

নিজস্ব প্রতিবেদক / ৪৭ বার
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। তাই সাংগঠনিকভাবে কোনো কর্মসূচি নেওয়ার সুযোগ নেই দলটির।

এমন পরিস্থিতিতে এবার ১৫ আগস্টে দলের নেতাকর্মীদের ঝুঁকি নিয়ে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানানোর সম্ভাবনা নেই বলে জানা গেছে। তবে আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এক ভিডিও বার্তায় ৩২ নম্বরের বাড়িতে গিয়ে সবাইকে শ্রদ্ধা জানানোর আহ্বান জানিয়েছেন।

সজীব ওয়াজেদ জয় বলেছেন, “সব বাঙালির কাছে আমার আহ্বান আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন আগামীকাল সেই ঐতিহাসিক ৩২ নম্বরের বাড়িতে গিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করবেন, সেই বাড়ির সামনে ফুলের তোড়া রাখবেন এবং মোমবাতি জ্বালাবেন। ৩২ নম্বর একটি বাড়ি, সেই বাড়ি আর নেই, তবে ৩২ নম্বর ঠিকানাটি আছে, মাটি এখনো আছে। আর মাটি কোনোদিন, চেতনা কোনোদিন মুছে ফেলা যায় না। বাংলাদেশের মাটি থেকে একাত্তরের ইতিহাস মুছে ফেলা যাবে না, বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না। ”

অন্যদিকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে ১৫ আগস্ট উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ।

এদিকে, গোয়েন্দা সূত্রে পাওয়া নাশকতার আশঙ্কা মোকাবিলায় কঠোর ও সর্বাত্মক নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশের সাতটি জেলা এবং দুটি মহানগর এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত বিস্তারিত গোয়েন্দা প্রতিবেদন সরকারের উচ্চপর্যায় এবং পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, যেসব স্থানে নাশকতার আশঙ্কা করা হচ্ছে, সেগুলো হলো—ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, লালমনিরহাট, চট্টগ্রাম, ঢাকা এবং চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা। এসব জেলার এসপি এবং মেট্রোপলিটন কশিনারকে বিশেষ নির্দেশনা দেন আইজিপি।

বলা হয়, কাউকে কোনো ছাড় দেওয়া যাবে না। ব্যাপক ধরপাকড় চালাতে হবে। এমনভাবে নিরাপত্তা ছক আঁকতে হবে, যাতে কেউ কোনো ধরনের অপকর্মের সুযোগ না পায়। অস্ত্র উদ্ধারে অভিযান আরও জোরদার করার পাশাপাশি শিক্ষক অন্দোলনকে গুরুত্ব সহকারে নেওয়ার নির্দেশ দেন আইজিপি। দাবি আদায়ের আন্দোলনের নামে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকারের সুযোগ না পান।


এ জাতীয় আরো খবর...