সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন

কারাগারে খালেদা জিয়াকে নির্যাতনে জড়িতদের বিচারের দাবি মির্জা আব্বাসের

নিজস্ব প্রতিবেদক / ১৬ বার
প্রকাশ: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

খালেদা জিয়াকে কারাগারে চরম নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন মির্জা আব্বাস। তিনি এর সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন। শুক্রবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এই দাবি কথা বলেন।

তিনি বলেন, কারাগারে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চরম নির্যাতন করা হয়েছে। তাকে পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের যেই কক্ষে রাখা হয়েছে সেই কক্ষে ইঁদুর দৌঁড়দৌঁডি করতো, পোঁকামাকড় দৌঁড়াদৌঁড়ি করতো। কয়েকজন ডেপুটি জেলর, জেলর অন্যায়ভাবে তাকে ছাদের ওপরে একটি কক্ষে রেখেছিলো।

আজকে আমি এই অনুষ্ঠান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেলজীবনে তার ওপরে যে অত্যাচার হয়েছে, যে নির্যাতন হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী তাদের সকলের একটা বিচার হওয়া উচিত বলে আমি মনে করি এবং এর বিচার হওয়া উচিত।

বিএনপির দুর্দিনে দলের নেতৃত্ব দিয়ে খালেদা জিয়া যে ভূমিকা রেখেছেন তা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, আমরা যারা কয়েকজন তাদের সাথে কাজ করেছি তারা দেখেছি, নানা চাপের মধ্যে দেশনেত্রীকে আমরা দেখেছি দৃঢ় মনোবল। গণতন্ত্রের প্রশ্নের তার আপোষহীন নেতৃত্ব এবং নেতা-কর্মীদের প্রতি তার যে ভালোবাসা ও স্নেহ তা তুলনাহীন।

 


এ জাতীয় আরো খবর...