আবারও বলিউড ইন্ডাস্ট্রির বিরুদ্ধে তোপ দাগলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, বলিউডের অধিকাংশ নায়কই চূড়ান্ত অসভ্য। সঞ্চালকের প্রশ্নে কঙ্গনা বলেন, আমি খুব বেশি নায়কের সঙ্গে কাজ করিনি। কারণ বলিউডের বেশিরভাগ নায়ক অসভ্য। তিনি অভিযোগ করেন, এই অসভ্যতা শুধু যৌন হেনস্থায় সীমাবদ্ধ নয়, শুটিংয়ে দেরি করে আসা, রূঢ় আচরণ, অভিনেত্রীকে ছোট করা, গুরুত্বহীন করে দেয়া, এমনকি বিশ্রামের জন্য ভ্যানিটি ভ্যান পর্যন্ত না দেয়াও এর অন্তর্ভুক্ত।
কঙ্গনার দাবি, তিনি নিজেও এসব পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এবং প্রতিবাদ করায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। অথচ ইন্ডাস্ট্রির বেশিরভাগ নারী শিল্পী এসব নিয়ে চুপ থাকেন।
শুধু বলিউড নয়, রাজনৈতিক ক্ষেত্রেও কঙ্গনা সমানভাবে সমালোচনায় রাখেন নানা ব্যক্তিকে। গত ১২ জুলাই দিল্লির কনস্টিটিউশন ক্লাবের সামনে সেলফি তুলতে চাওয়ায় অভিনেত্রী ও সাংসদ জয়া বচ্চনের রাগের ভিডিও ভাইরাল হলে, কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে লিখেছিলেন, ‘অত্যন্ত অসভ্য ও স্বার্থপর একজন মহিলা…লাল শাড়ি আর সমাজবাদী পার্টির টুপি পরে তিনি যেন ঝগড়াটে মোরগের মতো দেখতে লাগছেন।’