রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

চলতি মাসে হচ্ছে না আলোচনা, ৫০ শতাংশ শুল্ক দিতেই হচ্ছে ভারতকে

নিজস্ব প্রতিবেদক / ২০ বার
প্রকাশ: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

চলতি মাসে বাণিজ্য আলোচনার জন্য ভারতে আসছেন না মার্কিন প্রতিনিধি দল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রফিটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, আগস্টের ২৫ থেকে ২৯ তারিখে নির্ধারিত মার্কিন প্রতিনিধি দলের  ভারত সফর বাতিল করা হয়েছে। এর ফলে ভারতের ওপর আমেরিকার আরোপিত ৫০ শতাংশ শুল্ক কমার সম্ভাবনা আপাতত নেই।  আগামী ২৭ অগস্ট থেকেই ভারতের উপরে ৫০ শতাংশ কর ধার্য করতে পারে ট্রাম্প প্রশাসন।

এর আগে ভারতের ওপরে ২৫ শতাংশ কর চাপিয়েছিল আমেরিকা। পরে রাশিয়া থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসাবে অতিরিক্ত ২৫ শতাংশ কর চাপানোর কথা জানায় ওয়াশিংটন।

নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে পাঁচ ধাপের আলোচনার পরও বাণিজ্য চুক্তি নির্ধারণ সম্ভব হয়নি। এর প্রধান কারণ ছিল ভারতের বিস্তীর্ণ কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করার প্রস্তাব এবং রাশিয়ার তেল কেনা বন্ধ করার বিষয়ে দুই দেশের মতভেদ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন এখনও রাশিয়ার পণ্য ক্রয় করছে। এ অবস্থায় রাশিয়ার তেল কেনার কারণে ভারতকে অন্যায়ভাবে আলাদা করে লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।


এ জাতীয় আরো খবর...