চলতি মাসের শুরুতে লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচে চোট পেয়ে ১১ মিনিটেই মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। সে চোটে খেলতে পারেননি মায়ামির পরের দুটি ম্যাচ। দুই সপ্তাহের বিরতি দিয়ে আজ আবারও মাঠে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা।
দুর্দান্ত এক গোল করে প্রত্যাবর্তন রাঙিয়েছেন মেসি। পাশাপাশি দারুণ এক ব্যাক হিলে লুইস সুয়ারেসকে দিয়ে গোল করিয়েছেন। মেসি ম্যাজিকে মেজর লিগ সকারে (এমএলএস) এলএ গ্যালাক্সির (লস অ্যাঞ্জেলস) বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় পেয়েছে ইন্টার মায়ামি।
এ জয়ে ২৪ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এসেছে মায়ামি। শীর্ষে থাকা ফিলাডেলফিয়া ইউনিয়নের চেয়ে অবশ্য তিনটি ম্যাচ কম খেলেছে হ্যাভিয়ের মাশ্চেরানোর দল। ফিলাডেলফিয়ার পয়েন্ট ২৭ ম্যাচে ৫১।
ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে আজ শুরুর একাদশে ছিলেন না মেসি। আর্জেন্টাইন মহাতারকাকে ছাড়া যে মায়ামি খুব খারাপ খেলেছে, এমন নয়। বল দখলের লড়াইয়ে খানিকটা পিছিয়ে থাকলেও আক্রমণে যোজন যোজন ব্যবধানে এগিয়ে ছিল মায়ামি।
প্রথমার্ধের পুরোটা জুড়ে কোনো আক্রমণই করতে পারেনি লস অ্যাঞ্জেলস। বিপরীতে মায়ামি শট নিয়েছে ১২টি, যার ৩টি ছিল গোলমুখে। এর মধ্যে ৪৩ মিনিটে সের্হিও বুসকেতসের লম্বা করে বাড়ানো বল লস অ্যাঞ্জেলসের জালে জড়িয়ে মায়ামিকে এগিয়ে দেন ইয়র্দি আলবা। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মাঠে নামেন মেসি। একই সঙ্গে মাঠে নামেন আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার রদ্রিগো দে পল। তবে খানিক পরে ম্যাচে ফেরে লস অ্যাঞ্জেলস। ৫৯ মিনিটে ইসাইয়া পারেন্তের সহায়তায় স্কোরলাইন ১-১ করেন জোসেফ পাইন্তসিল।
গোল পেতে মরিয়া মায়ামি একের পর এক আক্রমণ চালাতে থাকে। কিন্তু কোনো ভাবেই গোল পাচ্ছিল না ফ্লোরিডার ক্লাবটি। এর মধ্যে মেসির দুটি শট বারের ওপর দিয়ে গেছে। একটি ঠেকিয়েছেন লস অ্যাঞ্জেলসের গোলকিপার। ম্যাচের ফল ড্র বলেই মনে হচ্ছিল। এমন সময় ত্রাতা হয়ে হাজির হন মেসি। দুর্দান্ত এক গোলে এগিয়ে (২-১) দেন মায়ামিকে।
দে পলের পাসে বক্সের বেশ খানিকটা বাইরে বল পান মেসি। সেখান থেকে লস অ্যাঞ্জেলসের দুই ডিফেন্ডারকে ড্রিবল করে বক্সের কাছাকাছি চলে যান আর্জেন্টাইন মহাতারকা। এরপর পজিশন তৈরি করে আরও দুই ডিফেন্ডারের মধ্য থেকে দারুণ এক মাপা শটে পরাস্ত করেন লস অ্যাঞ্জেলস গোলকিপার নোভাক মিকোভিচকে।
৫ মিনিট পরে আবারও মেসি ম্যাজিকের সাক্ষী হয় চেজ স্টেডিয়ামের দর্শকেরা। এবার গোল করিয়েছেন মেসি। দে পলের পাস দারুণ এক ব্যাক হিলে পাঠান সুয়ারেসের দিকে। সেখান থেকে স্কোরলাইন ৩-১ করতে খুব বেশি বেগ পেতে হয়নি উরুগুয়ে তারকার।
https://x.com/InterMiamiCF/status/1956891706978083040?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1956891706978083040%7Ctwgr%5E201ee86c064fdd59cbf3fc2b310320a96b58efc0%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fd-32116234751665850034.ampproject.net%2F2507172035000%2Fframe.html