ম্যাচের আগের দিন পর্যন্ত নতুন সাইনিং হোয়ান গার্সিয়া ও মার্কাস রাশফোর্ডের নিবন্ধন নিয়ে অনিশ্চয়তা ছিল। এ নিয়ে বেজায় অসন্তুষ্ট ছিলেন দলটির কোচ হানসি ফ্লিক। তবে সব অনিশ্চয়তা কাটিয়ে দুজনের নিবন্ধন সম্পন্ন করেছে বার্সা। লা লিগায় নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে খেলেছেন দুজনেই। আর ম্যাচে ৯ জনের মায়োর্কাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে কাতালান ক্লাবটি।
ঘরের মাঠ সন মইক্সে ৩৩ ও ৩৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মানু মোরলানেস ও ভেদাত মুরিচি। ৯ জনে পরিণত হয়ে পড়ে মায়োর্কা। বার্সা অবশ্য ততক্ষণে দুই গোলে এগিয়ে। সপ্তম মিনিটে রাফিনিয়ার গোলের পর ২৩ মিনিটে স্কোরলাইন দ্বিগুণ করেন ফেরান তোরেস। আর ম্যাচের যোগ করা সময়ে লামিন ইয়ামালের গোলে শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের জয়ে মাঠ ছাড়ে বার্সা।
দল জিতলেও শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট হতে পারেননি হানসি ফ্লিক। ৯ জনের মায়োর্কার বিপক্ষে খেলোয়াড়রা ৫০ শতাংশের বেশি দেয়নি বলে মনে হয়েছে বার্সা কোচের। বিষয়টি যে তাঁর ভালো লাগেনি, সেটা ম্যাচ শেষে প্রকাশ্যেই জানিয়েছেন ফ্লিক। বার্সা কোচ আরও জানিয়েছেন, জয়টা আরও বড় ব্যবধানের হওয়া উচিত ছিল বার্সার।
এ ম্যাচে বিতর্কও কম হয়নি। সপ্তম মিনিটে ইয়ামালের দারুণ এক ক্রসে বার্সাকে এগিয়ে দেন রাফিনিয়া। এর ১৬ মিনিট পর ফেরান তোরেস স্কোরলাইন ২-০ করেন। এ গোল নিয়েই অভিযোগ তোলে মায়োর্কা। গোলের আগে ইয়ামালের শট ঠেকিয়ে মাথায় আঘাত পেয়ে বক্সের ভেতর পড়েছিলেন মায়োর্কা অধিনায়ক আন্তোনিও রাইয়ো। খেলা বন্ধ না করেই চালিয়ে যান রেফারি।
সে বলটা ঠিকঠাক ক্লিয়ার করতে পারেননি মায়োর্কা ডিফেন্ডাররা। বল দখলে নিয়ে ঠান্ডা মাথায় জাল খুঁজে নেন ফেরান তোরেস।