মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন

মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ রোগীদের দেখতে বার্ন ইনস্টিটিউটে ব্রিটিশ হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক / ৫৭ বার
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় চিকিৎসাধীন আহতদের দেখতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকসহ নয়জন। আজ (সোমবার, ১৮ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘উত্তরায় মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের দেখতে ব্রিটিশ হাইকমিশনারসহ নয়জনের একটি টিম এখানে এসেছে। বর্তমানে হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালকসহ বৈঠক চলছে। তারা মাইলস্টোনের রোগীদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন।’

গত এক সপ্তাহ ধরে ব্রিটিশ মেডিক্যাল টিম মাইলস্টোন ট্রাজেডিতে আহতদের চিকিৎসা সেবা দিচ্ছেন বলেও জানান তিনি।

এর আগে গত ২১ জুলাই ঢাকার উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (ফাইটার এফ-৭) বিধ্বস্ত হয়েছে।

স্কুল কর্তৃপক্ষের সবশেষ হিসাব অনুযায়ী, এ দুর্ঘটনায় ২৭ জন শিক্ষার্থী, তিনজন শিক্ষক, তিনজন অভিভাবক এবং একজন আয়া মারা গেছেন। মোট প্রাণহানির সংখ্যা ৩৪ জন।


এ জাতীয় আরো খবর...