শিরোনামঃ
ফরিদপুরে সড়ক অবরোধকারীরা বিকেলের মধ্যে না সরলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা চাকসু নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ শুরু নৌবাহিনী প্রধানের সঙ্গে মালদ্বীপের সেনাপ্রধানের সাক্ষাৎ কক্সবাজারে স্বামীকে হত্যার পর স্ত্রীকে ধর্ষণ: অভিযুক্ত আটক লাখ টাকা ধার করে স্ত্রী-সন্তানসহ আত্মহননকারী মিনারুলের চল্লিশা করলো পরিবার টাকা দিলেই মিলছে ব্যক্তির গুরুত্বপূর্ণ গোপন তথ্য জনতার মঞ্চ নিয়ে ‘বাতিল’ মামলা ফের চালু হচ্ছে: দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা এশিয়ায় ঘুরছে জেনজির শনি: রিন্টু আনোয়ার কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের দাফন কুষ্টিয়ায় গাজায় নিহত আরও ৪৯, গুঁড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ আশ্রয়কেন্দ্র
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ অপরাহ্ন

নায়িকাদের জীবনের গল্প নিয়ে আসছেন রুনা খান

নিজস্ব প্রতিবেদক / ২৪ বার
প্রকাশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ছোট ও বড়পর্দায় বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী রুনা খান। তবে এবারই প্রথমবারের মতো সিনেমার নায়িকার চরিত্রে হাজির হতে যাচ্ছেন তিনি। নির্মাতা আলী জুলফিকার জাহেদীর পরিচালনায় ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’য় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে এ অভিনেত্রীকে।

এ ব্যাপারে নির্মাতা আলী জুলফিকার জানিয়েছেন, এরইমধ্যে চরিত্রটির জন্য রুনা খান চুক্তিবদ্ধ হয়েছেন। অন্যান্য শিল্পীদের বাছাই প্রক্রিয়াও প্রায় শেষ। বছরের শেষ দিকে এর শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে। শুটিং শুরুর আগেই সব প্রস্তুতি শেষ হবে।

এদিকে নতুন এই সিনেমার ব্যাপারে অভিনেত্রী রুনা খান বলেন, এ সিনেমার ব্যাপারে গত শীতে আমার সঙ্গে কথা শুরু হয়। গল্প শোনার পর বেশ ভালো লাগে। পরে চিত্রনাট্য ও চরিত্র পছন্দ হলে চুক্তিবদ্ধ হই। এতে একজন চিত্রনায়িকার চরিত্রে অভিনয় করব আমি। ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে বরাবরই ভালোবাসি আমি, বিশেষ করে যেগুলো বাস্তবতা উপস্থাপন করে। এ চরিত্রও ঠিক তেমন।

রুনা খান বলেন, এর আগে কখনো নায়িকার চরিত্রে কাজ করা হয়নি। প্রায় ১৭-১৮ বছর আগে টেলিফিল্মে একজন যাত্রার অভিনেত্রী হয়েছিলাম আমি। এবার দর্শকরা আমাকে সিনেমার নায়িকার ভূমিকায় দেখতে পারবেন। কাজটি নিয়ে খুবই আশাবাদী আমি। চরিত্রটি ঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আশা করি দর্শকদের কাছে ভালো লাগবে।

এ অভিনেত্রী আরও বলেন, আমরা যারা শোবিজ ইন্ডাস্ট্রিতে আছি, বিশেষ করে যারা অভিনয়ের সঙ্গে যুক্ত, তাদের সবাই পর্দায় দেখতে পান। কিন্তু অনেকেই ভুলে যান, পর্দার বাইরেও আমাদের আলাদা একটি জীবন রয়েছে। অন্য সবার মতো আমাদেরও সুখ-দুঃখ-হাসি-কান্নার বাস্তব গল্প রয়েছে। এমনই এক নায়িকার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘চলচ্চিত্র: দ্য সিনেমা’।


এ জাতীয় আরো খবর...