শিরোনামঃ
ভাঙ্গায় অবরোধের প্রধান সমন্বয়ক আটক ফরিদপুরে সড়ক অবরোধকারীরা বিকেলের মধ্যে না সরলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা চাকসু নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ শুরু নৌবাহিনী প্রধানের সঙ্গে মালদ্বীপের সেনাপ্রধানের সাক্ষাৎ কক্সবাজারে স্বামীকে হত্যার পর স্ত্রীকে ধর্ষণ: অভিযুক্ত আটক লাখ টাকা ধার করে স্ত্রী-সন্তানসহ আত্মহননকারী মিনারুলের চল্লিশা করলো পরিবার টাকা দিলেই মিলছে ব্যক্তির গুরুত্বপূর্ণ গোপন তথ্য জনতার মঞ্চ নিয়ে ‘বাতিল’ মামলা ফের চালু হচ্ছে: দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা এশিয়ায় ঘুরছে জেনজির শনি: রিন্টু আনোয়ার কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের দাফন কুষ্টিয়ায়
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

জনপ্রিয় ইউটিউবার ডাকি ভাই গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ১৯ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
Ducky-Bhai-ডাকি-ভাই

লাহোর বিমানবন্দর থেকে জনপ্রিয় ইউটিউবার সাদ উর রহমান ওরফে ‘ডাকি ভাই’কে গ্রেফতার করেছে পাকিস্তানের জাতীয় অপরাধ তদন্ত সংস্থা (এনসিসিআইএ)। রোববার (১৭ আগস্ট) ভোরে নিজ দেশ ত্যাগ করার সময় তাকে গ্রেফতার করা হয়েছে। এদিন বিকেলে বিচার বিভাগীয় আদালতের ম্যাজিস্ট্রেট তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে জানিয়েছে, অনলাইনে জুয়া ও প্রতারণামূলক অ্যাপের প্রচারণা চালানোর অভিযোগে গ্রেফতার হন সাদ উর রহমান।

এনসিসিআইএকে অভিযোগ সংক্রান্ত তদন্ত প্রতিবেদনসহ সাদ উর রহমানকে আগামী মঙ্গলবার (১৯ আগস্ট) আদালতে তোলার নির্দেশ দেয়া হয়েছে।

ডাকি ভাইকে গ্রেফতারের পরই তার বিরুদ্ধে রাষ্ট্র কর্তৃক মামলা নথিভুক্ত করা হয়। পাকিস্তান দণ্ডবিধির ধারা ১৩ (ইলেকট্রনিক জালিয়াতি), ১৪ (ইলেকট্রনিক জালিয়াতি), ২৫ (স্প্যামিং) ও ২৬ (স্পুফিং) এবং ধারা ২৯৪ বি (বাণিজ্যের সঙ্গে সম্পর্কিত পুরস্কার প্রদান) এবং ৪২০ (প্রতারণা এবং অসৎভাবে সম্পত্তি হস্তান্তর) এর অধীনে মামলাটি দায়ের করা হয়।
এ মামলাটি গত ১৩ জুনের একটি তদন্তের সঙ্গে সম্পর্কিত এবং নির্ভরযোগ্য উৎস্য থেকে পাওয়া তথ্য অনুযায়ী মামলাটি নথিভুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, কিছু ইউটিউবার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাদের ব্যক্তিগত আর্থিক সুবিধার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে জুয়া ও বাজির অ্যাপ্লিকেশনের প্রচারণা করছেন।

মামলার এজাহার অনুযায়ী, ডাকি ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি তার ইউটিউব চ্যানেলে অনলাইন জুয়া ও বেটিং অ্যাপের প্রচার চালাচ্ছিলেন। এসব অ্যাপে বিনিয়োগ করে অসংখ্য মানুষ আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। 

জুয়া অ্যাপের প্রচারণার বিষয়ে গত ১৩ জুন এনসিসিআইএ একটি তদন্ত শুরু করেছিল এবং ডাকি ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। কিন্তু তিনি ইচ্ছাকৃতভাবে তদন্ত কার্যক্রমে অংশ নেননি। 

শনিবার এনসিসিআইএ জানতে পারে, সাদ দেশ ছাড়ার চেষ্টা করছেন। লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তাদের হাতে তিনি আটক হন। সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করা হয়। 


এ জাতীয় আরো খবর...