শিরোনামঃ
লাখ টাকা ধার করে স্ত্রী-সন্তানসহ আত্মহননকারী মিনারুলের চল্লিশা করলো পরিবার টাকা দিলেই মিলছে ব্যক্তির গুরুত্বপূর্ণ গোপন তথ্য জনতার মঞ্চ নিয়ে ‘বাতিল’ মামলা ফের চালু হচ্ছে: দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা এশিয়ায় ঘুরছে জেনজির শনি: রিন্টু আনোয়ার কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের দাফন কুষ্টিয়ায় গাজায় নিহত আরও ৪৯, গুঁড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ আশ্রয়কেন্দ্র ভবন থেকে পড়ে চীনা অভিনেতার মৃত্যু সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন

চীনের এআই শক্তির নতুন প্রতীক: Six Tigers

রেজওয়ান করিম / ৪০ বার
প্রকাশ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) খাতে দ্রুত উত্থানের পেছনে বড় অবদান রাখছে ছয়টি নতুন প্রজন্মের স্টার্টআপ। এদের বলা হচ্ছে “Six Tigers”। এই ছয়টি প্রতিষ্ঠান হলো — StepFun, Zhipu AI, Minimax, Moonshot, 01.AI এবং Baichuan। প্রত্যেকটির বাজারমূল্য ইতোমধ্যেই বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা চীনের এআই শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।

বিলিয়ন ডলারের স্টার্টআপ

  • Moonshot: মূল্যায়ন প্রায় ৩.৩ বিলিয়ন ডলার।

  • Minimax: প্রায় ২.৫ বিলিয়ন ডলার।

  • Baichuan: ২ বিলিয়ন ডলারেরও বেশি।
    অন্য তিনটি কোম্পানি StepFun, Zhipu AI এবং 01.AI-ও একইভাবে এআই দুনিয়ায় নিজেদের অবস্থান শক্ত করছে।

চার প্রযুক্তি জায়ান্টের সমর্থন

এই স্টার্টআপগুলোর সাফল্যের পেছনে রয়েছে চীনের চার বড় টেক কোম্পানি—Alibaba, Tencent, Baidu এবং ByteDance
তারা শুধু অর্থ বিনিয়োগই করছে না, বরং ক্লাউড কম্পিউটিং, বিশাল ডেটাসেট এবং দক্ষ কর্মশক্তি দিয়ে এই স্টার্টআপগুলোর বিকাশকে ত্বরান্বিত করছে।

সরকারের ভূমিকা

চীনা সরকারও এআইকে জাতীয় কৌশলের অংশ হিসেবে গ্রহণ করেছে।

  • এআই খাতের জন্য তৈরি করা হয়েছে ৮.২ বিলিয়ন ডলারের বিশেষ তহবিল

  • নতুন কোম্পানিগুলোর জন্য সহজ নিয়মকানুন ও সহায়ক নীতি প্রণয়ন করা হয়েছে।

  • একইসঙ্গে দেশের অভ্যন্তরীণ বাজারকেও এআই প্রযুক্তি ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে।

শিক্ষাক্ষেত্র ও মানবসম্পদ

চীনের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো, যেমন TsinghuaPeking University, প্রতি বছর হাজার হাজার কম্পিউটার সায়েন্স ও এআই বিশেষজ্ঞ তৈরি করছে।
গবেষণায় দেখা গেছে, বর্তমানে বিশ্বের প্রায় ৯০ শতাংশ এআই গবেষক চীনে অবস্থান করছেন। অনেকেই পশ্চিমা দেশ থেকে ফিরে এসে এই নতুন প্রজন্মের স্টার্টআপে যোগ দিচ্ছেন।

এআই মডেলের দৌড়

২০২৩ সালেই চীন ৩০০-রও বেশি বড় ভাষা মডেল (large language model) প্রকাশ করেছে। এর মধ্যে ‘Six Tigers’ নিজেদের বিলিয়ন ডলারের মূল্যায়ন এবং উদ্ভাবনী সক্ষমতা দিয়ে আলাদা অবস্থান তৈরি করেছে।

বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর শুধু প্রযুক্তি নয়, বরং এটি হয়ে উঠছে বৈশ্বিক ভূরাজনীতির অন্যতম হাতিয়ার। আর চীনের এই Six Tigers আগামী দিনে দেশটির এআই শক্তিকে বিশ্ব মঞ্চে আরও দৃঢ় করবে।


এ জাতীয় আরো খবর...