শিরোনামঃ
জনতার মঞ্চ নিয়ে ‘বাতিল’ মামলা ফের চালু হচ্ছে: দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা এশিয়ায় ঘুরছে জেনজির শনি: রিন্টু আনোয়ার কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের দাফন কুষ্টিয়ায় গাজায় নিহত আরও ৪৯, গুঁড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ আশ্রয়কেন্দ্র ভবন থেকে পড়ে চীনা অভিনেতার মৃত্যু সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ অপরাহ্ন

৩০ মিলিয়ন ডলার জরিমানা দিচ্ছে গুগল

নিজস্ব প্রতিবেদক / ৪১ বার
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

যুক্তরাষ্ট্রে শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার নিষ্পত্তি করতে ৩০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে গুগল। অভিযোগ ছিল, ইউটিউবে শিশুদের তথ্য অভিভাবকদের অনুমতি ছাড়াই সংগ্রহ করে তা ব্যবহার করে লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন প্রদর্শন করা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার সান হোসে ফেডারেল কোর্টে সোমবার রাতে প্রাথমিক সমঝোতা চুক্তি দাখিল করা হয়। এটি কার্যকর হতে মার্কিন ম্যাজিস্ট্রেট বিচারক সুসান ভ্যান কিউলেনের অনুমোদন প্রয়োজন। গুগল সমঝোতায় রাজি হলেও কোনো ধরনের অপরাধ স্বীকার করেনি।

এর আগে ২০১৯ সালে গুগলের এই আলফাবেট ইউনিটকে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন এবং নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের অভিযোগের ভিত্তিতে ১৭০ মিলিয়ন ডলার জরিমানা গুনতে হয়েছিল এবং কিছু কার্যক্রম পরিবর্তনের জন্য সমঝোতা করতে হয়েছিল। সমালোচকরা তখন সেই সমঝোতাকে খুবই নমনীয় বলে অভিহিত করেছিলেন।

৩৪ জন শিশুর অভিভাবক অভিযোগ করেছেন, কার্টুন, নার্সারি রাইমসহ শিশুতোষ কনটেন্টের মাধ্যমে শিশুদের আকৃষ্ট করে গুগল তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে, এমনকি ২০১৯ সালের সমঝোতার পরও।

বিচারক ভ্যান কিউলেন জানুয়ারিতে কনটেন্ট নির্মাতা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ খারিজ করেছেন। এর মধ্যে রয়েছে হ্যাসব্রো, ম্যাটেল, কার্টুন নেটওয়ার্ক ও ড্রিমওয়ার্কস অ্যানিমেশন, কারণ গুগলের তথ্যানুসন্ধানের সঙ্গে তাদের সরাসরি সম্পর্ক প্রমাণ করা যায়নি।

এরপরই ফেব্রুয়ারিতে মধ্যস্থতা শুরু হয়, যা শেষ পর্যন্ত সমঝোতার দিকে নিয়ে আসে।

প্রস্তাবিত শ্রেণিমামলা ২০১৩ সালের ১ জুলাই থেকে ২০২০ সালের ১ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১৩ বছরের নিচে যেসব শিশু ইউটিউব দেখেছে, তাদের অন্তর্ভুক্ত করবে।

বাদীপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, সম্ভাব্য ভুক্তভোগীর সংখ্যা ৩ কোটি ৫০ লাখ থেকে ৪ কোটি ৫০ লাখ হতে পারে। এর মধ্যে ১% থেকে ২% আবেদন করলে, প্রত্যেকে গড়ে ৩০ থেকে ৬০ ডলার ক্ষতিপূরণ পাবেন, আইনজীবী ফি বাদে।

আইনজীবীরা এই সমঝোতা থেকে সর্বোচ্চ ৯ মিলিয়ন ডলার ফি দাবি করার পরিকল্পনা করছেন।

অন্যদিকে, চলতি বছরের প্রথম ছয় মাসে আলফাবেট ১৮৬.৭ বিলিয়ন ডলারের আয়ের বিপরীতে ৬২.৭ বিলিয়ন ডলার নিট মুনাফা করেছে।


এ জাতীয় আরো খবর...