শিরোনামঃ
জনতার মঞ্চ নিয়ে ‘বাতিল’ মামলা ফের চালু হচ্ছে: দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা এশিয়ায় ঘুরছে জেনজির শনি: রিন্টু আনোয়ার কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের দাফন কুষ্টিয়ায় গাজায় নিহত আরও ৪৯, গুঁড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ আশ্রয়কেন্দ্র ভবন থেকে পড়ে চীনা অভিনেতার মৃত্যু সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২ অপরাহ্ন

আমিরের ‘গোপন সন্তান’ বিতর্ক

নিজস্ব প্রতিবেদক / ১৬ বার
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ভারতের এক সময়ের জনপ্রিয় গসিপ ম্যাগাজিন ‘স্টারডাস্ট’ ফিসফিস করে জানিয়েছিল, জেসিকা হাইনস আর আমির খানের এক সন্তানের কথা! বহু বছর পর সেই গোপন ফিসফিসানিকে সরাসরি চিৎকার করে জানালেন আমিরের নিজের ভাই ফয়সাল খান। যা নিয়ে বলিউডে এখন রীতিমত তোলপাড় কাণ্ড- ফুঁসে উঠলো পুরনো বিতর্ক, বলিউড সুপারস্টার আমির খানের ছোট ভাই অভিনেতা ফয়সাল খান আবারও পুরনো বিতর্ককে জিইয়ে তুলেছেন। সোমবার (১৮ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেছেন— রীনা দত্তকে বিয়ে করার সময়ই আমিরের সঙ্গে ব্রিটিশ সাংবাদিক জেসিকা হাইনসের সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কের ফলেই বিয়ের বাইরে জন্ম নেয় একটি সন্তান।

সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে ফয়সালের বিস্ফোরক দাবি, “আমিরের বিয়ে হয়েছিল, তারপর রীনার সঙ্গে ডিভোর্স হলো। এরপর তার সম্পর্ক হলো জেসিকা হাইনসের সঙ্গে, যার সঙ্গে ওর একটা অবৈধ সন্তানও আছে… বিয়ের বাইরে।”

তিনি আরও বলেন, এ সময়েই আমির কিরণ রাওয়ের সঙ্গে বসবাস শুরু করেন— অর্থাৎ জীবনের একাধিক অধ্যায় ওভারল্যাপ করছিল।

ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার কাছে জেসিকা হাইনস কোনো অপরিচিত নাম নন। যুক্তরাজ্যের এই সাংবাদিক ও লেখক নব্বইয়ের দশকের শেষ দিকে ভারতে আসেন, অমিতাভ বচ্চনের জীবনী লেখার কাজ করতে গিয়েই পরিচয় হয় আমির খানের সঙ্গে। তখনই শোনা যায়, ‘গুলাম’ সিনেমার সময় তাদের ঘনিষ্ঠতা তৈরি হয়।

২০০৫ সালে স্টারডাস্ট এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়, জেসিকা আর আমির কিছুদিন একসঙ্গে থেকেছিলেন। এই সম্পর্কের সময়ই জেসিকা গর্ভবতী হন। প্রতিবেদনে দাবি করা হয়, আমির নাকি চাননি সন্তানটি পৃথিবীতে আসুক, কিন্তু জেসিকা সিদ্ধান্ত নেন গর্ভপাত করবেন না। পরে তার একটি ছেলে জন্ম নেয়— নাম জান, ২০০০ সালের শুরুর দিকে।

২০০৭ সালের পর জেসিকা নিজের জীবনে এগিয়ে যান। লন্ডনভিত্তিক ব্যবসায়ী উইলিয়াম ট্যালবটকে বিয়ে করেন। টাইমস অব ইন্ডিয়া–কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ট্যালবট সবসময় জানকে “খুব সাপোর্টিভ ও সুরক্ষিতভাবে” বড় করেছেন, বিশেষত সেই সময়গুলোতে যখন তিনি ভারতে কাজ করছিলেন।

গল্পটা আসলে কখনো মিইয়ে যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নতুন করে ভেসে ওঠে এই দাবি। বিশেষ করে, জেসিকার ছেলে জানের কিছু ছবি রেডিট–এ ছড়িয়ে পড়ার পর অনেকে আমির খানের সঙ্গে তার ‘চোখে পড়ার মতো সাদৃশ্য’ নিয়ে আলোচনা শুরু করেন। এমনকি ব্রিটিশ ভোগ–এও ছাপা হয়েছে জানের ছবি।

বছরের পর বছর ধরে সংবাদমাধ্যমে বিষয়টি ফিরে আসলেও আমির খান কখনো জেসিকা হাইনস বা তার ছেলেকে নিয়ে মুখ খোলেননি। তিনি এ বিষয়ে না কোনো স্বীকৃতি দিয়েছেন, না কোনো প্রতিবাদ জানিয়েছেন— বরাবরের মতো নীরব থেকেছেন। এবার আপন ভাই যখন বিষয়টি নতুন করে উস্কে দিয়েছেন, তখন দেখা যাক- এবারও কি আমির এ বিষয়ে নীরবই থাকেন কিনা!

 


এ জাতীয় আরো খবর...