সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন

গুঁড়িয়ে দেওয়া হলো নসরুল হামিদের বাংলোবাড়ি

নিজস্ব প্রতিবেদক / ২০ বার
প্রকাশ: বুধবার, ২০ আগস্ট, ২০২৫

সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার (২০ আগস্ট) ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নের কাউটাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে সংস্থাটি।

উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় প্রায় দুই একর জায়গার ওপর নির্মিত নসরুল হামিদের বাংলোবাড়ির সীমানা প্রাচীর ও ভেতরের ভবন ভেঙে ফেলা হয়।

ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘নদীর জমি দখল করে বাংলোবাড়িটি নির্মাণ করা হয়েছিল। নদী দখলমুক্ত রাখতে অভিযান চলছে। এর অংশ হিসেবে সাবেক প্রতিমন্ত্রীর অবৈধ বাংলোবাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।’’

এ সময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘নদী রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী যেকোনো অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।’’

আরো পড়ুন:

নসরুল হামিদের বাংলোবাড়ি উচ্ছেদে চলছে অভিযান


এ জাতীয় আরো খবর...