আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইসরায়েলের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ নতুন কিছু নয়। অনেক খেলোয়াড় ও দলই তাদের বিপক্ষে মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছে। তবে নরওয়ে ভিন্ন পথ বেছে নিয়েছে। তারা ইসরায়েলের বিপক্ষে খেলবেই, তবে সেই ম্যাচ থেকে আয় হওয়া অর্থ পৌঁছে যাবে গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষের হাতে।
আগামী ১১ অক্টোবর ওসলোতে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি। নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্ল্যাভনেস জানিয়েছেন, গাজায় প্রতিদিন যে অবর্ণনীয় মানবিক বিপর্যয় চলছে, তার প্রতি আমরা নির্লিপ্ত থাকতে পারি না। তাই টিকিট বিক্রির অর্থ মানবিক সহায়তা সংস্থার কাজে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছি।
এদিকে ইসরায়েলি ফুটবল ফেডারেশন নরওয়ের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন প্রথমে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণ ও জিম্মি করার ঘটনার নিন্দা জানায়। পাশাপাশি তারা সতর্ক করেছে, এই অর্থ যেন কোনো সন্ত্রাসী সংগঠনের হাতে না যায়। নইলে নরওয়ে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়বে।
ইসরায়েল নিরাপত্তা ঝুঁকির কারণে দীর্ঘদিন ধরে নিজ দেশে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারছে না। এর আগে নরওয়ের বিপক্ষে নিজেদের হোম ম্যাচ হাঙ্গেরিতে খেলেছিল তারা। সেই ম্যাচে ৪-২ গোলের জয় পায় নরওয়ে। বর্তমানে পাঁচ দলের গ্রুপে তারা শীর্ষে রয়েছে, আর দ্বিতীয় স্থানে ইসরায়েল।
ওসলোতে আসন্ন ম্যাচ ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বাড়তি সতর্কতার কারণে উলেভাল স্টেডিয়ামের প্রায় ২৬ হাজার আসনের মধ্যে ৩ হাজার টিকিট কম বরাদ্দ দেওয়ার পরিকল্পনা করছে আয়োজকরা।