শিরোনামঃ
ফরিদপুরে সড়ক অবরোধকারীরা বিকেলের মধ্যে না সরলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা চাকসু নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ শুরু নৌবাহিনী প্রধানের সঙ্গে মালদ্বীপের সেনাপ্রধানের সাক্ষাৎ কক্সবাজারে স্বামীকে হত্যার পর স্ত্রীকে ধর্ষণ: অভিযুক্ত আটক লাখ টাকা ধার করে স্ত্রী-সন্তানসহ আত্মহননকারী মিনারুলের চল্লিশা করলো পরিবার টাকা দিলেই মিলছে ব্যক্তির গুরুত্বপূর্ণ গোপন তথ্য জনতার মঞ্চ নিয়ে ‘বাতিল’ মামলা ফের চালু হচ্ছে: দেড় শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা এশিয়ায় ঘুরছে জেনজির শনি: রিন্টু আনোয়ার কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনের দাফন কুষ্টিয়ায় গাজায় নিহত আরও ৪৯, গুঁড়িয়ে দেওয়া হয়েছে জাতিসংঘ আশ্রয়কেন্দ্র
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ অপরাহ্ন

বলিউডে বেতন তারতম্য নিয়ে কৃতির প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক / ৩৯ বার
প্রকাশ: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
কৃতি শ্যানন

বলিউডে পারিশ্রমিকের ক্ষেত্রে কি সত্যিই নারী ও পুরুষের মধ্যে বিভেদ করা হয়? সম্প্রতি এক অনুষ্ঠানে এই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী কৃতি শ্যানন। দীর্ঘ দিন ধরে ইন্ডাস্ট্রির অন্দরে চলতে থাকা ‘লিঙ্গবৈষম্য’ বিরুদ্ধে তুললেন স্পষ্ট প্রশ্ন। তাঁর মন্তব্য, “একই পরিমাণ কাজ করতে হলে, সমান বেতন হবে না কেন?”

বৃহস্পতিবার এক অনুষ্ঠানে, কৃতি বলেন, “সমস্ত ইন্ডাস্ট্রির কথা মাথায় রেখেই বলছি, আমি বুঝি না যে কেন বেতনের এত তারতম্য হয়? কারণ, কিছু কিছু কাজের ক্ষেত্রে, আপনি পুরুষ না মহিলা, সেটা কোনও ব্যাপারই না। পারিশ্রমিক সেক্ষেত্রে সমানই হওয়া উচিত। সিনেদুনিয়ার ক্ষেত্রেও এই আলোচনা আমরা দীর্ঘ দিন ধরে করে চলেছি এবং বিশ্বাস করুন, অন্য যে কোনও মানুষের থেকে আমাদের খারাপ লাগে সবচেয়ে বেশি।”

তাঁর মতে, যদি নারীকেন্দ্রিক কোনও ছবিও তৈরি হয়, সেক্ষেত্রেও পুরুষকেন্দ্রিক ছবির থেকে কম বাজেট ধরা হয়। কৃতির বক্তব্য, এর কারণ, প্রযোজকেরাও সন্দিহান যে ওই ছবি থেকে যথেষ্ট লাভ হবে কি না! অভিনেত্রীর কথায়, “আমার মনে হয় এটা একটা বৃত্তের মতো। যেখানে পুরুষকেন্দ্রিক ছবির তুলনায় কোনও নারীকেন্দ্রিক ছবি ভাল ব্যবসা করতে পারে না এবং তার পর ধরেই নেওয়া হয় যে এই কারণেই অভিনেত্রীর পারিশ্রমিক কম, অভিনেতার বেশি।”

বলিউডের প্রথম সারির অভিনেত্রী কৃতি শ্যানন। নিজের চেষ্টায়, পরিশ্রমে তৈরি করেছেন নিজের স্থান। একাধিক প্রতিকূলতা সত্ত্বেও অভিনেত্রী আশাবাদী। ইন্ডাস্ট্রিতে ধীরে ধীরে নজরে পড়ার মতো বদল ঘটছে বলেও তাঁর দাবি। অভিনেত্রীর কথায়, এখন বিষয়ভিত্তিক ছবি ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছে। প্রযোজকদের আহ্বান জানান অভিনেত্রী, যাতে তাঁরা নারীকেন্দ্রিক ছবির ক্ষেত্রে আরও খানিক ঝুঁকি নেন। ২০২৪ সালে মুক্তি পাওয়া ছবি ‘ক্রু’-র মুখ্য চরিত্রে ছিলেন তিন নায়িকা — কৃতি শ্যানন, করিনা কপূর খান ও তব্বু। সেই ছবি প্রায় ১৫৭ কোটি টাকার ব্যবসা করেছিল। সেই উদাহরণ আনেন অভিনেত্রী।


এ জাতীয় আরো খবর...