রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন

দুই সপ্তাহের মধ্যে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আসতে পারে: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক / ১৩ বার
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

আগামী দুই সপ্তাহের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে রাশিয়ার অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২২ আগস্ট) তিনি এ কথা বলেন। পাশাপাশি তিনি মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও তুলে ধরেন। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, “শান্তি প্রতিষ্ঠার কোনো দিক নিয়েই আমি খুশি নই।” যদিও এক সপ্তাহ আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠক করে ট্রাম্প। কিন্তু এই বৈঠকের পর এখন পর্যন্ত তিনি পুতিনকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসানোর জন্য রাজি করাতে পারেনি।

ট্রাম্প বলেন, “সেখানে অনেক ঘৃণা আছে, তবে দেখা যাক কী হয়, আগামী দুই সপ্তাহের মধ্যেই জানতে পারব কোন পথে হাঁটতে হবে।”

তিনি আরও বলেন, “আগামী দুই সপ্তাহ পর হয় রাশিয়ার বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা হবে অথবা কোনো কিছুই করা হবে না। বলা হবে এটা আপনার লড়াই।”

 


এ জাতীয় আরো খবর...