শিরোনামঃ
চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির সিনেমা দেখে প্রভাবিত হয়ে বাবাকে হত্যা, ছেলে গ্রেফতার ভিপি নুরের ওপর হামলা: সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাশেদ খান গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা বিএনপির লক্ষ্য: সালাহউদ্দিন আহমদ
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩০ পূর্বাহ্ন

সরকারি কাজে এআই: গুগলের নতুন পদক্ষেপ

রেজওয়ান করিম / ৫৯ বার
প্রকাশ: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

ডিজিটাল রূপান্তরের যুগে সরকারি খাতেও এআই প্রযুক্তির ব্যবহার দিন দিন গুরুত্ব পাচ্ছে। ঠিক এই সময়েই গুগল নিয়ে এসেছে ‘Gemini for Government’, যা বিশেষভাবে সরকারি সংস্থাগুলোর জন্য তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্ল্যাটফর্ম।

স্বল্প খরচে আধুনিক সেবা

এই সেবার অন্যতম বৈশিষ্ট্য হলো এর মূল্য। মাত্র কয়েক সেন্ট খরচ করেই সরকারি সংস্থাগুলো উন্নত এআই সুবিধা নিতে পারবে। অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানের তুলনায় এটি অনেক সাশ্রয়ী, ফলে সীমিত বাজেটেও সরকারি কর্মীরা সহজেই ব্যবহার করতে পারবেন।

নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব

সরকারি কাজের সঙ্গে জড়িত যেকোনো প্রযুক্তির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন হলো নিরাপত্তা। গুগলের নতুন প্ল্যাটফর্মটি সেই জায়গায় বিশেষ মনোযোগ দিয়েছে। এতে রয়েছে উন্নত ডাটা সুরক্ষা, প্রাইভেসি নিয়ন্ত্রণ, এবং সাইবার হুমকি প্রতিরোধের জন্য বিশেষ ব্যবস্থা। ফলে গোপনীয় তথ্য ব্যবহারে সরকারি সংস্থাগুলো নিশ্চিন্ত থাকতে পারবে।

বহুমুখী ফিচার

‘Gemini for Government’-এ রয়েছে নানা ধরনের আধুনিক টুল ও এআই এজেন্ট। এর মাধ্যমে লেখা বা গবেষণা সহায়তা, তথ্য অনুসন্ধান, এমনকি ছবি ও ভিডিও তৈরির কাজও করা সম্ভব। পাশাপাশি সরকারি কর্মীরা চাইলে নিজেদের প্রয়োজন অনুযায়ী কাস্টম এআই এজেন্টও বানাতে পারবেন।

ডিজিটাল রূপান্তরের পথে

সরকারি কাজের দক্ষতা বাড়ানো, কাগজপত্রের ঝামেলা কমানো এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ফলে সাধারণ নাগরিকও পরোক্ষভাবে এ সুবিধা পাবেন। সহজভাবে বলা যায়, সরকারি খাতের দৈনন্দিন কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও অন্তর্ভুক্ত করার এক গুরুত্বপূর্ণ ধাপ হলো এই প্ল্যাটফর্ম।


এ জাতীয় আরো খবর...