রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

নৌকাসহ ১২ জেলেকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’

নিজস্ব প্রতিবেদক / ১৩ বার
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে ফেরার পথে ১২ জন মাঝিমাল্লাসহ একটি মাছ ধরার ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মি’। শনিবার (২৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শাহপরীরদ্বীপ ডেইল পাড়া এলাকার সুলতান মাঝির মালিকানাধীন ট্রলারটি টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির আওতাধীন শাহপরীরদ্বীপ বিওপি এলাকার দায়িত্বপূর্ণ সীমান্তচৌকি বি আর এম-৩ থেকে প্রায় ৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে মিয়ানমারের জলসীমার ভেতর থেকে আটক করা হয়।

অপহৃত জেলেরা হলেন- মো. আলি আহমদ (৩৯), মোহাম্মদ আমিন (৩৪), ফজল করিম (৫২), কেফায়েত উল্লাহ (৪০), সাইফুল ইসলাম (২৩), সাদ্দাম হোসেন (৪০), মো. রাসেল (২৩), মো. সোয়াইব (২২), আরিফ উল্লাহ (৩৫), মোহাম্মদ মোস্তাক (৩৫), নুরুল আমিন (৪৫) এবং একজন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা।

শাহপরীরদ্বীপ জেটিঘাট বোট মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর জানান, ফেরত আসা জেলেদের কাছ থেকে জানা যায়, শাহপরীর দ্বীপের দক্ষিণে নাইক্ষ্যংদিয়া নামক স্থানে আরাকান আর্মি দুটি স্পিডবোট যোগে এসে একটি মাছ ধরার ট্রলারসহ ১২ জন মাঝিমাল্লাদের আটক করে। পাশাপাশি আরো জানতে পারি এই ট্রলারটি শাহপরীরদ্বীপ ডেইল পাড়া এলাকার বাসিন্দা সুলতান মাঝির মালিকানাধীন ট্রলার।

সর্বশেষ গত ১২ আগস্ট একই এলাকায় টেকনাফ-সেন্টমার্টিনের মাঝামাঝি বঙ্গোপসাগর তীরবর্তী এলাকা নাইক্ষ্যংদিয়া থেকে আরও ৫ জন জেলেকে আটক করেছিল আরাকান আর্মি।


এ জাতীয় আরো খবর...