শিরোনামঃ
সেই প্রাইভেট কারের ধাক্কায় আহত চার নারীর একজনের মৃত্যু গাজায় বোমা বর্ষন বাড়িয়েছে ইসরায়েল, প্রাণ নিয়ে পালিয়ে বেড়াচ্ছে ফিলিস্তিনিরা সাবেক সার্জেন্ট মেজরের স্বীকারোক্তি: তার যৌন নিপীড়নের শিকার হয়ে এক নারী সেনা আত্মহত্যা করেছিলেন চার্লি কার্কের স্ত্রীর আবেগঘন বার্তা: ‘আমি তোমার আদর্শকে কখনো মরতে দেব না’ আবু ধাবির নতুন ওয়েভ পুলে বিলাসিতার দৌড় : প্রত্যেক ঢেউতে $১৫০ পাল্টা শুল্ক নিয়ে আলোচনা: আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল এক নজরে “লালনকন্যা” ফরিদা পারভীনের বর্ণাঢ্য জীবন ফরিদা পারভীনের মৃত্যুতে সংস্কৃতি উপদেষ্টার শোক বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি অবসানের অঙ্গীকার নবনির্বাচিত জাকসু ভিপির
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

নারী বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক / ২০ বার
প্রকাশ: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

২০২৫ নারী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে আট দলের এই আসর।

এপ্রিলে পাকিস্তানে বিশ্বকাপ বাছাই খেললেও এরপর থেকে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ নারী দল। সেই দলে তিনটি পরিবর্তন এনে বিশ্বকাপের দল গঠন করা হয়েছে। বাদ পড়েছেন দিলারা আক্তার, জান্নাতুল ফেরদৌস ও ইসমা তানজিম। তাঁদের জায়গায় সুযোগ পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার রুবাইয়া হায়দার, অফ স্পিনার নিশিতা আক্তার ও টপ অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার।

রুবাইয়া এখনো ওয়ানডেতে অভিষেক করেননি, তবে টি-টোয়েন্টিতে খেলেছেন। প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ জানিয়েছেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে দলে জায়গা পেয়েছেন তিনি। ওপেনিং ও উইকেটকিপিংয়ে বিকল্প হিসেবে ভাবা হচ্ছে তাঁকে।

অফ স্পিনার নিশিতা দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন। মাত্র ১৭ বছর বয়স হলেও তাঁর পরিণত বোলিং ও চাপ সামলানোর দক্ষতার কথা উল্লেখ করেছেন প্রধান নির্বাচক।

সুমাইয়া গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচ খেলেছিলেন। তাঁকে দলে নেওয়ার ব্যাখ্যায় সাজ্জাদ বলেন, সুমাইয়া দীর্ঘদিন ধরে সুযোগের অপেক্ষায় ছিলেন। তার ব্যাটিং দক্ষতা ও ফিল্ডিং মান দলের জন্য বাড়তি শক্তি হবে।

বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরু হবে ২ অক্টোবর কলম্বোয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে।

নারী বিশ্বকাপের বাংলাদেশ দল:

নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক, রুবাইয়া হায়দার, শারমিন আক্তার, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার, নিশিতা আক্তার ও সুমাইয়া আক্তার।


এ জাতীয় আরো খবর...