রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৮ অপরাহ্ন

ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তি করতে বেশ ছাড় দিয়েছেন পুতিন: জেডি ভ্যান্স

নিজস্ব প্রতিবেদক / ১৫ বার
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তি করতে বেশ ছাড় দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন— এক টেলিভিশন সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সেসময় ইউক্রেনকে নিরাপত্তা দেয়ার ইস্যুতে পুতিনের ঘোষণার কথা তুলে ধরেন তিনি। এক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও বিশ্বের অনেক দেশ জামিনদার হতে পারে বলে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ— এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

সেসময় দোনবাস না ছাড়া ও ইউক্রেনের কোনোভাবেই ন্যাটোতে যোগ দেয়া হবে না বলেও আবারও মনে করিয়ে দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে শান্তিচুক্তি আলোচনার মধ্যেই আরেক দফায় বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। রোববার (২৪ আগস্ট) দু’পক্ষের ১৪৬ বন্দিকে মুক্তি দেয়া হয়েছে বলেও জানায় রুশ প্রতিরক্ষামন্ত্রী।


এ জাতীয় আরো খবর...