ওভাল অফিসে আদেশে স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, ‘যদি কেউ পতাকা পোড়ায়, তাহলে তার এক বছরের জেল হবে, কোনো ছাড় নেই, আগাম মুক্তি নেই।’
নির্বাহী আদেশে বলা হয়েছে, আমেরিকান পতাকা শুধু একটি কাপড় নয়, এটি মার্কিন স্বাধীনতা, জাতীয় পরিচিতি ও ঐক্যের প্রতীক। দুই শতাব্দীরও বেশি সময় ধরে লাখো দেশপ্রেমিক মার্কিন নাগরিক এ পতাকার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গ করেছেন।
ট্রাম্প বলেন, ‘পতাকা পোড়ানো একটি উসকানিমূলক ও অবমাননাকর কাজ, যা দেশের প্রতি ঘৃণা ও সহিংসতার প্রকাশ। এ প্রতীককে ধ্বংস করার কাজ কখনো কখনো সহিংসতা ও দাঙ্গার উসকানি দেয়, এমনকি বিদেশি গোষ্ঠীগুলোও মার্কিন নাগরিকদের ভয় দেখাতে এ কাজ ব্যবহার করে।’
তবে উল্লেখযোগ্যভাবে, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ১৯৮৯ সালের এক রায়ে জানিয়েছিল, পতাকা পোড়ানো মতপ্রকাশের স্বাধীনতা হিসেবে সংবিধানের প্রথম সংশোধনী দ্বারা সুরক্ষিত।