রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন

ইসরায়েলি হামলায় আজ গাজায় ৭৫ জন ফিলিস্তিনি নিহত

নিজস্ব প্রতিবেদক / ১৫ বার
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
গাজা

গাজার আকাশে আবারও আগুন ঝরল। টানা বিমান হামলা ও গোলাবর্ষণে মঙ্গলবার রাতভর থেকে বুধবার সকাল পর্যন্ত অন্তত ৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, আহতের সংখ্যা তিন শতাধিকের বেশি, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

সর্বাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে জাবালিয়া শরণার্থী ক্যাম্প এবং নাজলা অঞ্চলে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকর্মীরা সীমিত সরঞ্জাম নিয়ে মরিয়া চেষ্টা চালালেও বোমা হামলার পরপরই অনেকে জীবন্ত মাটিচাপা পড়ে যায়।

এর আগে ২৫ আগস্ট গাজার খান ইউনিসের নাসের হাসপাতালকে লক্ষ্য করে দ্বিগুণ বিমান হামলায় ২২ জন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে পাঁচজন সাংবাদিকও ছিলেন। হাসপাতালে তখন অসংখ্য রোগী ও আশ্রয়প্রার্থী অবস্থান করছিলেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক বছরেরও বেশি সময় ধরে চলমান সংঘাতে নিহতের সংখ্যা লাখ ছাড়িয়েছে। শুধু গত কয়েক মাসেই হাজার হাজার সাধারণ মানুষ জীবন হারিয়েছেন। ঘরবাড়ি হারানো মানুষের ঢল লেগেছে সর্বত্র।

এদিকে আন্তর্জাতিক মহল নতুন করে যুদ্ধবিরতির আহ্বান জানালেও বাস্তবে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। প্রতিদিন বাড়ছে মৃতদেহের সংখ্যা, বাড়ছে অনিশ্চয়তা আর আতঙ্ক।


এ জাতীয় আরো খবর...