ভারতের জম্মু ও কাশ্মীর আবারও কেঁপে উঠল ভয়াবহ ভূমিধসে। টানা ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রেইসি ও ডোডা জেলায়, যেখানে বাড়িঘর ভেঙে পড়েছে, সেতু ধসে পড়েছে এবং প্রধান সড়কগুলো অচল হয়ে গেছে। জাতীয় সড়ক বন্ধ হয়ে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে অচলাবস্থা।
ভয়াবহ পরিস্থিতির কারণে বিখ্যাত বৈষ্ণো দেবী যাত্রা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যাত্রাপথে আটকা পড়ে অনেকে প্রাণ হারিয়েছেন। প্রশাসন জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে, তবে আবহাওয়া পরিস্থিতির কারণে তা ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, হঠাৎ করেই ভূমিধস শুরু হয় এবং কয়েক মিনিটের মধ্যেই পুরো এলাকা মাটির স্তুপে ঢেকে যায়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণের ব্যবস্থা দ্রুত গ্রহণ করা হবে। তবে টানা বর্ষণ ও দুর্যোগ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
#WATCH | Punjab | Incessant rains cause waterlogging in several parts of Pathankot district.
(Visuals from Sujanpur) pic.twitter.com/1XGKiFdCQg
— ANI (@ANI) August 26, 2025