রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই: জয়নুল আবদিন

নিজস্ব প্রতিবেদক / ১৬ বার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। যারা পিআর চায়, তাদের আগে জনমত যাচাই করার আহ্বানও জানান বিএনপির এই নেতা।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘সংবিধান সংশোধনের কোনো এখতিয়ার অনির্বাচিত সরকারের নেই।’

এসময় জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেয়া একটি অবান্তর বিষয় বলেও মন্তব্য করেন তারা। হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে অংশ নেয়নি, তারা ক্ষমতায় যেতে ব্যস্ত ছিল।’

এছাড়া স্বাধীনতার সূচনা মেজর জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমেই হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


এ জাতীয় আরো খবর...