জোনায়েদ সাকি বলেন, ‘বিচার, সংস্কার ও নির্বাচন এ মুহূর্তে বাংলাদেশের জাতীয় স্বার্থ। সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে, যা গ্রহণযোগ্য হবে না। সংস্কার ও বিচারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন নির্বাচন। তাই নির্বাচনের অপরিহার্যতা সকলকে মিলে উপলব্ধি ও রক্ষা করতে হবে। নাহলে দেশকে গণতন্ত্রে উত্তরায়ণ করা যাবে না।’
এর আগে, দলের পক্ষে শহিদ বেদীতে ফুলেল শ্রদ্ধা জানান জুনায়েদ সাকি।
এসময় উপস্থিত ছিলেন দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য দেওয়ান আবদুর রশীদ নীলু, তাসলিমা আখতার, মনির উদ্দিন পাপ্পু, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, দীপক কুমার রায়সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।