মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০১:৩৩ অপরাহ্ন

নেদারল্যান্ডসে লাল চুলোদের ব্যতিক্রমী উৎসব, উদযাপনে জড়ো হাজারো মানুষ

নিজস্ব প্রতিবেদক / ৭৩ বার
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

নেদারল্যান্ডসের একটি শহরে অনুষ্ঠিত হলো বিশ্বের সবচেয়ে বড় এবং ব্যতিক্রমী এক উৎসব— ‘রেডহেড ফেস্টিভ্যাল’। প্রতি বছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লাল চুলের মানুষ তাদের চুলের প্রাকৃতিক রঙ উদযাপন করতে একত্রিত হয়েছেন। এই উৎসবের মূল উদ্দেশ্য হলো, লাল চুলের মানুষদের মধ্যে একটি কমিউনিটি তৈরি করা, তাদের অনন্য বৈশিষ্ট্য নিয়ে গর্ব করতে শেখানো এবং এ সংক্রান্ত নানা কুসংস্কার ও ভুল ধারণা দূর করা। অংশগ্রহণকারীরা দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমে অংশ নেন, যার মধ্যে ছিল सामूहिक ফটোশুট, কর্মশালা, সঙ্গীতানুষ্ঠান এবং চিত্র প্রদর্শনী।

In pictures: Redheads celebrate fiery locks at Dutch festival

উৎসবস্থলে প্রবেশ করতেই চোখে পড়ে লাল চুলের এক মনোরম দৃশ্য। শিশু থেকে বৃদ্ধ, নানা বয়সের মানুষ লাল রঙের বিভিন্ন শেডের পোশাক পরে এই মিলনমেলায় অংশ নেন। আয়োজকরা জানান, এই উৎসব কেবল চুলের রঙ উদযাপন নয়, বরং এটি আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং মানবিক বৈচিত্র্য উদযাপনের একটি প্ল্যাটফর্ম। উৎসবে আসা দর্শনার্থীরা জানান, এমন একটি পরিবেশে এসে তারা নিজেদের আর একা বা বিচ্ছিন্ন ভাবেন না। এই উৎসবটি প্রমাণ করে, মানুষের প্রতিটি বৈশিষ্ট্যই সুন্দর এবং তা উদযাপনের যোগ্য।


এ জাতীয় আরো খবর...