রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন

শিকাগোয় ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিকে চ্যালেঞ্জ মেয়রের

নিজস্ব প্রতিবেদক / ৪১ বার
প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন দমন পরিকল্পনার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন শিকাগো শহরের মেয়র। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, শিকাগো অভিবাসীদের জন্য একটি “সাংকচুয়ারি সিটি” বা নিরাপদ আশ্রয় হিসেবেই থাকবে। ট্রাম্প প্রশাসন সম্প্রতি যেসব কঠোর নীতি ঘোষণা করেছে, তার মাধ্যমে অভিবাসীদের গ্রেপ্তার, আটক এবং বহিষ্কারের প্রক্রিয়া দ্রুততর করার চেষ্টা চলছে। তবে শিকাগো মেয়রের বক্তব্যে বোঝা যাচ্ছে, শহরের স্থানীয় কর্তৃপক্ষ এসব পদক্ষেপ বাস্তবায়নে সহযোগিতা করবে না।

তিনি বলেন, “শিকাগো একটি বহুজাতিক, বহুসাংস্কৃতিক শহর। এখানে কেউ ভয় নিয়ে বসবাস করবে না। অভিবাসীরা আমাদের অর্থনীতি, সংস্কৃতি ও সমাজের অপরিহার্য অংশ।” রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই অবস্থান আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে ডেমোক্র্যাটদের অভিবাসন নীতির প্রতি সমর্থন জোগাবে। অন্যদিকে, রিপাবলিকান নেতারা মেয়রের সমালোচনা করে বলছেন, এটি আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শন এবং ফেডারেল কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করার নামান্তর।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যু অত্যন্ত সংবেদনশীল ও বিভাজনমূলক হয়ে দাঁড়িয়েছে। শিকাগো শহরের এই ঘোষণা তাই জাতীয় পর্যায়ে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে।


এ জাতীয় আরো খবর...